September 27, 2023, 8:02 pm

সংবাদ শিরোনাম
প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রংপুরে মাজারের খাদেম হত্যা: তিনজনের সাক্ষ্যগ্রহণ

রংপুরে মাজারের খাদেম হত্যা: তিনজনের সাক্ষ্যগ্রহণ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে তিনজন যে অটোরিকশাটি চালাতেন সেটি তারা সাড়ে ৯১ হাজার টাকায় কিনেছিলেন বলে সাক্ষ্যে উঠে এসেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, গতকাল সোমবার রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তাদের মধ্যে এ জনের সাক্ষ্যে এ তথ্য পাওয়া যায়। এ নিয়ে এ মামলায় ৫১ জন সাক্ষীর মধ্যে মামলার বাদী খাদেমের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হল। রথীশ বলেন, মামলার ১২ আসামির মধ্যে তিন আসামি খাদেম হত্যার একমাস আগে রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার অটোরিকশা বিক্রেতা প্রতিষ্ঠান জসিম ট্রেডার্স থেকে অটোরিকশাটি কিনেছিলেন। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় জসিম ট্রেডার্সের মালিক জসিম উদ্দিন কাঠগড়ায় থাকা নয় আসামির মধ্যে লিটন মিয়াকে শনাক্ত করেন ২০১৫ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিটন মিয়াসহ তিনজন তার দোকান থেকে ৯১ হাজার ৫০০ টাকায় একটি নতুন অটোরিকশা কেনেন বলে জসিম আদালতকে জানিয়েছেন। পরে পুলিশ তার দোকানে তদন্ত করতে গেলে তিনি খাদেম হত্যার বিষয়টি জানতে পারেন বলে তিনি সাক্ষ্যে উল্লেখ করেন। রথীশ বলেন, জসিম উদ্দিন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলারও সাক্ষি ছিলেন। খাদেম হত্যা মামলার অভিযুক্ত ১২ আসামির মধ্যে পাঁচজনকে কুনিও হোশি হত্যা মামলায় মৃত্যুদ- দিয়েছে আদালত। গতকাল সোমবার জসিম ছাড়াও খাদেমের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বহনকারী ভ্যানচালক আজিজুল হক ও এলাকাবাসী শাহিনুর আলম এ মামলায় সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। মঙ্গলবার এবং বুধবারও সাক্ষ্যগ্রহণ করা হবে। এ দুদিন ছয়জন করে মোট ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে বলে রথীশ জানিয়েছেন। রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরীফের খাদেম রহমত আলীকে (৬০) গত ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ গত বছরের ৩ জুলাই জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীসহ ১৪ জেএমবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের বাদ দিয়ে গত ১৬ অগাস্ট রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার জেএমবির ১২ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর