রংপুর প্রতিনিধি
পূর্ব শত্রুতার জের ধরে রংপুরে অসহায় বৃদ্ধের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়, মোঃ আহসান হাবীব খান(৩৭), পিতা-মোঃ আখতার খান( আকাববর খান), গ্রাম- বক্তিয়ার পুর, থানা- হাজিরহাট, মহানগর, রংপুর। তার পাশের গ্রামের বৃদ্ধ কৃষক সবজি বিক্রেতা মোঃ আবুল কালাম(৫৬), পিতা-মৃত সাহার উদ্দিন, গ্রাম- সিট কেল্লাবন্দ, থানা-হাজির হাট, মহানগর, রংপুর। কে তার কয়েকজন সন্ত্রাসী সহ পিটিয়ে গুরুতর আহত করে। বৃদ্ধ কৃষক সবজি বিক্রেতা এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ভর্তি আছেন।
হাজির হাট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ রাজিফুজজামান বসুনীয়া বলেন- এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, বৃদ্ধের বড় ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৫), বাদী হয়ে থানায় মামলা দিয়েছে। অতি দ্রুত মোঃ আহসান হাবিব খান কে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন।
মানিক, রংপুর