রংপুর প্রতিনিধি:
২০শে নভেম্বর ২০২৩ রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ডনসহ ৫ জনের ১০ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
রংপুরে নাশকতা মামলায় বিএনপির পাঁচ জনের ১০ বছরের সাজা প্রদান করেছে রংপুরের অতিরিক্ত জেলা জজ কোর্ট ১
২০১৩ সালের হরতালে রংপুরে নাশকতার উদ্দেশ্যে আনা ৫৬টি চকলেট বোমা উদ্ধার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডনসহ দলটির আরো চারজনের নেতাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সকালে এ রায় প্রদান করেন রংপুরের অতিরিক্ত জেলা জজ কোর্ট ১এর বিচারক কৃষ্ণ কান্ত রায়।
ওই আদালতের অতিরিক্ত পিপি এডঃ আব্দুল সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডিত অপর ৪ আসামি হলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহ সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেন।