September 21, 2023, 9:36 pm

সংবাদ শিরোনাম
রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে যুবলীগ নেতার গন সংযোগ ও লিফলেট বিতরণ ভোলায় ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ আটক ০১ মহেশপুর দত্তনগর কৃষি খামারের ৮ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা ভূমি কর্মকর্তার বদলিত শুনে ‘সরকারি জাযগা দখল করে মার্কেট চালু। প্রাথমিক শিক্ষা পদকে রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী অফিসার নাহিদ তামান্না জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে

রংপুরে বঞ্চিত শিশুদের জন্মদিন উৎসব পালিত হলো

রংপুর ব্যুরো

রংপুর মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বই পড়ি ও জ্ঞান অর্জন করি এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহনে শিশুদের জন্মদিন উদযাপন অনুষ্ঠান-২০২৩ এর অনুষ্ঠিত হয়েছে। দুস্থ্য, অসহায় ও দারিদ্রসহ যে সকল শিশু শিক্ষার্থীরা তাদের জন্মদিন উদযাপন করতে পারেন না  তাদের নিয়ে এ জন্মদিন উৎসবের আয়োজন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
গত সোমবার নগরীর ১৮নং ওয়ার্ডের মুন্সিপাড়াস্থ মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত শিশুদের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তালিকাভূক্ত শিশু, বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।
কোরআন তেলওয়াত গীতা ও বাইবেল পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানে সূচনা হয় এবং কেক কেটে, মনের মাধুরী মিশিয়ে নাচে গায়ে মন মুগ্ধকর পরিবেশনায় শিশুরা তাদের জন্মদিনের উৎসব উদযাপন করেন।
শিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা ও
মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফিরোজা বেগম লতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোছাঃ শাহানাজ বেগম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার দানিয়েল সরকার।

অনুষ্ঠান শেষে শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারের জন্য বই ও আসবাবপত্র বিতরণ করা হয়। উক্ত বই ও আসবাবপত্র গ্রহণ করেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর