সানজিম মিয়া – গংগাচড়া প্রতিনিধি
২১শে সেপ্টেম্বর গংগাচড়া উপজেলাধীন নোহালী স:প্রা:বি: সহকারী শিক্ষীকা কৃষ্ণা রানী সরকার (৩৫) ও তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রাজশ্রী সরকার (১০) আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রংপুর থেকে বিদ্যালয়ে আসার পথে গাছের ডাল ভেঙে পড়ে নিহত হয়েছে।
জানা যায়, রংপুর হতে স্বামী সন্তানসহ মোটর সাইকেলযোগে নিজ কর্মস্থলে আসার পথে বুড়িরহাট (চব্বিশ হাজারী) নামক স্থানে রাস্তার পাশে দাড়িয়ে থাকা গাছের ডাল ভেঙ্গে তাদের মাথায় পড়লে ঘটনাস্থলে তিনি সহ তার বড় কন্যা সন্তান রাজশ্রী সরকার ঘটনাস্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত কৃষ্ণা রানী সরকারের স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার ও ছোট মেয়ে শুভশ্রী সরকার (০৫) ঘটনাস্থলে বেঁচে যায়।
গংগাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বাসিন্দা কৃষ্ণা রানী সরকার নোহালী স:প্রা:বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে চাকুরি করেন। তিনি সন্তানদের উচ্চশিক্ষার জন্য পরিবারসহ রংপুরে থাকেন। আজ সকালে রংপুর থেকে কর্মস্থলে যাওয়ার পথে চব্বিশ হাজারি নামক জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে তার বড় মেয়ে রাজশ্রী সরকার সহ ঘটনাস্থলেই মারা যায়।