রংপুর ব্যুরো:
২৪ সেপ্টেম্বর ২০২৩ সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার উদ্যোগে বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশীয় পণ্য প্রদর্শনী মেলা সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সভাপতি নাফিসা আক্তার পলি’র আমন্ত্রণে রংপুর সেনপাড়াস্থ সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার অস্থায়ী কার্যালয়ে বিকেল ৩টায় উদ্বোধন হলো। উক্ত মেলা উদ্বোধন করেন রংপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন, সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সদস্য সানজিদা সুলতানা, শরিফা বেগম, উম্মে হাবিবা নিশা, রুমি বেগম, তুলি বেগম, খাদিজা আক্তার, মনি ইসলাম, সাফিয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রদর্শনীতে সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সদস্যদের বাসায় তৈরি বিভিন্ন ধরনের খাবার, পিঠা, তৈরিকৃত ব্যাগ, কাপড়সহ নানা ধরনের পণ্য সামগ্রী প্রদর্শন করেন। পরিশেষে মধ্যাহ্নভোজের আয়োজন দিয়ে শেষ হয়েছে ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’।