December 4, 2023, 5:06 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে জীবনযাত্রার মানও উন্নত হয়: পররাষ্ট্রমন্ত্রী

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে জীবনযাত্রার মানও উন্নত হয়: পররাষ্ট্রমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক                            

 

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে নিরলস ভাবে কাজ করছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে জীবনযাত্রার মানও উন্নত হয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন সাধারণ জনগণের মঙ্গলার্থে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছেন রোহিঙ্গা ইস্যুতে শান্তিপুর্ন সমাধান চায় বাংলাদেশ বর্তমানে রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ববাসিকে শান্তিপুর্ন সমাধানের জন্য এগিয়ে আসার আহবান জানাচ্ছে রোহিঙ্গা সমস্যাটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন গতকাল শুক্রবার বিকেল টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নে কাঁকড়া নদীর উপর ১৩ কোটি ৩৪ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১৭৫ মিটার দৈঘ্য ভিয়াইল ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্র নাথ রায়ের সভাপতিতে প্রধান অতিথি আরও বলেন, যে দেশের জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছেন, সে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কোনো নৈরাজ্য করতে দেওয়া হবেনা দেশ এগিয়ে যাচ্ছে, কোনো অপশক্তি সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশকে পিছিয়ে দিতে পারবেনা বিএনপিজামায়াত জোট যত চেষ্টা করুক না কেন, এদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবেনা শিশুরা যেন সমান সুযোগ পায় সেজন্য তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল আগামি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন মানুষের মন থেকে বঙ্গবন্ধু তাঁর পরিবারের অবদানের কথা মুছে ফেলা যাবেনা যতদিন পৃথিবী থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে মানুষের অন্তরে বিরাজ করবে তিনি আরও বলেন যে ইউনিয়নে যত বেশি নৌকার ভোট পড়বে, সে ইউনিয়নের তত বেশি উন্নয়ন করার চেষ্টা চালানো হবে এছাড়াও মন্ত্রী সকাল টায় ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটনের সভাপতিত্বে উত্তর সুকদেবপুর গ্রামে উপজেলার টি ইউনিয়নের ৯টি গ্রামের ৩৫২ বাড়িতে নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধন তাড়কশাহার হাটে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুল হক শাহের সভাপতিত্বে ২৯ লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে সাতনালা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধনী এবং সাতনালা ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রাজ্জাক মানুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আয়ুবর রহমান শাহ, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান, থানার ওসি মো. হারেসুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, আবদুর রাজ্জাক মানু, আলহাজ মকবুল হোসেন, প্রমুখ বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রেস ক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর