December 11, 2023, 2:32 pm

সংবাদ শিরোনাম
নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুড়িগ্রামে অভিনব কায়দায় ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধ পরিবারের মাঝে চেক প্রদান করলেন-ইউএনও কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে হানাদারমুক্ত দিবস পালন ভোলায় মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত ভারত থেকে আমদানি করা হলো ১৩৪৩ টন পেঁয়াজ

‘যুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক উত্তর কোরিয়াকে মেনে নেবে না’

‘যুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক উত্তর কোরিয়াকে মেনে নেবে না’

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে মেনে নেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

উত্তর কোরিয়ার দ্রুত অগ্রসর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশটির নিরাপত্তাকে শক্তিশালী না করে বরং ক্ষতিগ্রস্ত করবে বলে গতকাল শনিবার সতর্ক করেছেন তিনি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সঙ্কট সমাধানে কূটনীতিই যুক্তরাষ্ট্রের পছন্দের পথ, এই বার্তা নিয়ে সপ্তাহব্যাপী সফরে এখন এশিয়ায় আছেন ম্যাটিস। গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনার পরও একই কথা বলেছেন তিনি। গত শুক্রবার উত্তর কোরিয়ার উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিদর্শনে গিয়েও কথাটি বলেছিলেনি তিনি।

পিয়ংইয়ংকে সতর্ক করে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এখনও যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মিত্র বাহিনীর সঙ্গে তুলনা করার মতো অবস্থায় পৌঁছেনি, তাই কূটনীতিই সবচেয়ে বেশি ফলদায়ক হবে।

সিউলে এক বিবৃতিতে তিনি বলেন, “কোনো ভুল করোনা। যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্রদের ওপর কোনো হামলা হলে পরাজিত করা হবে, আর কোনো ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে ব্যাপক সামরিক পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে যা একই সঙ্গে কার্যকরী ও অপ্রতিরোধ্য হবে।”

উত্তর কোরিয়ার ধারাবাহিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তপ্ত বাদানুবাদের পর থেকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েই চলেছে।

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা অর্জন থেকে কয়েক মাস দূরে রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। অপরদিকে দেশটিকে এ ধরনের সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রয়োজন হলে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকিও দিয়ে রেখেছেন তিনি।

এ পরিস্থিতিতে আগামি সপ্তাহে প্রথমবারের মতো এশিয়া সফরে আসছেন ট্রাম্প। সে সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে তার সিউল যাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর