যশোরে কার্ভাডভ্যান মেরামতের সময় গ্যারেজে আগুন, নিহত ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক
যশোর শহরে একটি গ্যারেজে কর্ভাডভ্যান মেরামতের সময় আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে শহরের কিসমত নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিতোষ চন্দ্র কু-ু জানান। তিনি বলেন, রাতে মেরামতরত একটি কর্ভাডভ্যান থেকে গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এ সময় গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা ওই কর্ভাডভ্যান থেকে দুটি লাশ উদ্ধার করি। আগুন দ্রুত পুরো গ্যারেজ ও পাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। রাত ১২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান পরিতোষ। ফায়ার সার্ভিস কর্মকর্তার ধারণা, ওই কর্ভাডভ্যানে দাহ্য কোনো পদার্থ ছিল, যে কারণে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। নিহতরা হলেন-ওই গ্যারেজের মালিক দুই ভাই পিকলু (৩৪) ও রুহুল আমিন(৩২)। তারা শহরের শেখেরহাটি গ্রামের আবু বক্করের ছেলে। টুটুল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, রাতে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি কর্ভাডভ্যানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে গাড়িতে আগুন ধরে যায়। পরে তা গ্যারেজ ও আশপাশের বেশ কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে।