September 23, 2023, 4:14 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত

মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে আজ ১ জানুয়ারি সকালে। সরকার ঘোষিত দেশব্যাপি এই উৎসব এর ধারাবাহিকতায় সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যের বই বিতরণ উৎসবে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে  আনুষ্ঠানিক উদ্বোধন করেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মিছবাউর রহমান, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজীদ খাঁন ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান। প্রতীকি হিসেবে প্রাথমিকের দশ, মাধ্যমিকের দশ ও মাদ্রাসার দুইজন শিক্ষার্থীকে বিনামূল্যের বই বিতরন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজীদ খাঁন ও জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ জানান, ২০১৮ সনে মৌলভীবাজারের প্রাথমিক স্তরে চৌদ্দ লক্ষ উনিশ হাজার আটশত বিরাশিটি বই এবং মাধ্যমিক স্তরে দুই লাখ তিপান্ন হাজার চারশত একাশি জন শিক্ষার্থীর মাঝে তেত্রিশ লক্ষ আশি হাজার পাচশত পঞ্চাশটি বই বিতরণ করা হবে। অপরদিকে, বেলা এগারটায় কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাল্টিপারপাস হলে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক। বছরের শুরুতেই বই পেয়ে মহাখুশি। নতুন বইয়ের ঘ্রাণে তারা আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর