December 11, 2023, 10:08 pm

সংবাদ শিরোনাম
ইসলামপুরে ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক ভারসাম্যহীনের মৃত্যু শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

মৌলভীবাজারের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ৫ হাজার ২শত ৩৮জন স্বেচ্ছাসেবক কাজ করবে

মৌলভীবাজারের  কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ৫ হাজার ২শত ৩৮জন স্বেচ্ছাসেবক কাজ করবে
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর এবং জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রন (কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ৪-৯নভেম্বর)  সপ্তাহের উদ্বোধন করা হয়েছে শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ৪ নভেম্বর সকালে।
শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বেগম জহুরা আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সেলিনা আলা উদ্দিনের পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলয়র আনিসুজ্জামান বায়েছ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জহির আহমদ ও  শিল্পী বেগম প্রমুখ।
জানা গেছে- ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত (৫-১২ বছর শিশু) জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৯৬জন শিশুকে কৃমির টিকা খাওয়ানো হবে। দ্বিতীয় ধাপে ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত (১২-১৬ বয়ষ্কদেরকে) ২ লক্ষ ২ হাজার ১৯৮ জনকে টিকা খাওয়ানো হবে। এ ছাড়া যারা জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী রয়েছে তাঁদেরকে পরীক্ষা শেষ হওয়ার পর খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কাজে মোট ৫ হাজার ২শত ৩৮জন স্বেচ্ছাসেবক কাজ করবে এবং বিদ্যালয়গুলো শিক্ষকরা টিকা খাওয়াবেন। উদ্বোধনী সভায় শিক্ষক,স্বাস্থ্য সহকারী, নার্স, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর