May 19, 2022, 12:13 pm

মোংলার চাঁদপাই রেঞ্জে ভিটিআরটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোংলা প্রতিনিধি
সুন্দরবন সংলগ্ন চাঁদপাই রেঞ্জের জয়মনি ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে ভিলেজ টাইগার রেসপন্স টিম ভিটিআরটিদের সাথে ২৩ ফেব্রুয়ারী বুধবার ১০ টায় ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে ভিটিআরটিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয় উক্ত প্রশিক্ষণের মুল বিষয় ভিটিআরটির উদ্দেশ্য ও পটভূমি, ভিটিআরটির লক্ষ্য, ভিটিআরটির মুল্যবোধ,দায়িত্ব কতব্য, সামুদ্রিক স্তন্যপায়ী, বন্যপ্রাণী উদ্ধার ও করনীয়, সাপের কামড় ও ব্যবস্থাপনার উপর প্রশিক্ষিত করা হয়। ভিলেজ টাইগার রেসপন্স টিম ভিটিআরটিদের মাঝে বন্যপ্রাণী উদ্ধার ও বাঘ মানুষের সংঘাত নিরসনের প্রয়োজনীয় সরঞ্জামাদী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, এছাড়াও ওয়াইল্ডটিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়াইল্ডটিম সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে ২০০৭ সাল থেকে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় চাঁদপাই রেঞ্জের ১১ টিমের ৭৫ জন ভিটিআরটিদের প্রশিক্ষণ দেওয়া হয়।

বায়জিদ হোসেন, মোংলা,বাগেরহাট

Facebook Comments Box
Share Button

      এ ক্যাটাগরীর আরও সংবাদ