মুম্বাইয়ে ভবনে আগুন, নিহত ১৪
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার মধ্য রাতে লোয়ার প্যারেল এলাকার কমলা মিলস নামে ওই বাণিজ্যিক ভবনে একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছেন।
এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১১ জনই নারী এবং তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে যখন ভবনটিতে আগুন লাগে তখন ছাদে প্রায় দেড়শ মানুষ ছিলেন। তিনঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল বাহিনীর কর্মকর্তারা। চারতলা ওই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থা ও গণমাধ্যমের কার্যালয় রয়েছে।
ভারতের সংবাদ মাধ্যমগুলো জানায়, ভবনের ছাদে ‘ওয়ান এবাভ’ নামের একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে জন্মদিনের অনুষ্ঠান চলছিল। নিহতদের বেশিরভাগই ওই অনুষ্ঠানে আসা অতিথি। ধোঁয়ায় দম আটকে তাদের মৃত্যু হয়।
আগুন ওয়ান এবাভ রেস্তোরাঁ থেকে পাশের ‘মোজো বিস্ট্রো’ তে ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে নিজের জন্মদিন উদযাপন করা ২৮ বছর বয়সী তরুণী খুশবু মেহতাও আছে বলে তার দাদার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
তিনি বলেন, “আমার নাতনি মারা গেছে। আজ (বৃহস্পতিবার) তার জন্মদিন ছিল। কেউই রেস্তোরাঁটির সুরক্ষা ব্যবস্থা আছে কিনা তা দেখার প্রয়োজন অনুভব করেনিৃ..সেখানে আগুন নেভানোর কোনো ধরনের যন্ত্রপাতি ছিল না। এমনকি দুর্ঘটনায় বাইরে বেরিয়ে যাওয়ার ঠিকঠাক রাস্তাও ছিল না। প্রশাসন এবং পুলিশ কিছুই করেনি।”
এনডিটিভি জানায়, খুশবুর স্বামী তার মৃতদেহ সনাক্ত করেছে।
‘ওয়ান এবাভ’ রেস্তোরাঁর বাঁশের তৈরি সিলিং থেকে আগুনের সূত্রপাত হয়।
টাইমস অব ইন্ডিয়া বলছে, অতিথিদের অনেকেই অগ্নিকা- থেকে রক্ষা পেতে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন, পরে সেখানেই আটকা পড়েন।
অগ্নিকাণ্ডে আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মুম্বাইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিবিসিকে জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এরই মধ্যে ওয়ান এবাভ রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি রাম থান কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে এ ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।