December 11, 2023, 9:13 pm

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা কুটি মিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম

মুগ্ধতা ছড়াতে চান ঊর্মিলা

মুগ্ধতা ছড়াতে চান ঊর্মিলা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

 

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। একাধিক ধারাবাহিক ও খ- নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্র দিয়ে দর্শকদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এই গ্ল্যামারকন্যা। নির্মাতাদের কাছেও আস্থানির্ভর শিল্পী হয়ে উঠেছেন তিনি। প্রেম-ভালোবাসার চরিত্রের বাইরে সাংবাদিক, মা, নেতিবাচকসহ বিভিন্ন চরিত্রে তাকে দেখা গেছে। অভিনয়ে মুগ্ধতা ছড়াতে চান বলে এই অভিনেত্রীর ভাষ্য।

এ সম্পর্কে তিনি বলেন, আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। প্রচার চলতি ‘সোনার শিকল’ ধারাবাহিকে অপরাধচক্রের একজন সদস্যের ভূমিকায় আমাকে দেখা যাচ্ছে। এদিকে নতুন একটি ধারাবাহিকে গোয়েন্দাগিরির চরিত্রে অভিনয় করছি। গতানুগতিক চরিত্র দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয়া যায় না বলে আমি মনে করি। এদিকে খুব শিগগির উর্মিলা অভিনীত ‘সর্ম্পক’ শীর্ষক একটি ধারাবাহিক প্রচারে আসবে। এটি নির্মাণ করেছেন মুসফিক কল্লোল। এই ধারাবাহিকে ঊর্মিলাকে একজন অনাথ মেয়ের চরিত্রে দেখা যাবে বলে জানান তিনি। এই ধারাবাহিকে উর্মিলার সঙ্গে জুটি বেঁধেছেন এই সময়ের তরুণ অভিনেতা জোভান। এ অভিনেত্রীর হাতে রয়েছে জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’, এজাজ মুন্নার ‘বউ বিবি বেগম’, সৈয়দ শাকিলের ‘সোনার শিকল’ ও ‘প্রেমনগর’ এবং শাহজাদা মামুনের ‘শুকনো পাতার নূপূর’ নাটকগুলো। ধরাবাহিকের বাইরে চলতি মাসে বেশকিছু খ- নাটকের কাজ করবেন ঊর্মিলা। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রের জন্যও নিজেকে প্রস্তুত করছেন বলে ঊর্মিলা জানিয়েছেন।  ভালো গল্প এবং ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করতে চান বলে জানান তিনি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর