মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্যে ভূমিধসে নিহত ৬
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের কাচিন রাজ্যে গতকাল সন্ধায় ভূমিধসে ছয় জন নিহত হয়। তথ্য মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে। স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় খনি কোম্পানির উত্তোলনকৃত ৪৫ দশমিক ৭ মিটার উঁচু, ৬০ দশমিক ৯ মিটার দীর্ঘ আবর্জনার স্তুপ ধসে পড়ে। এতে আরো একজন আহত হয়েছে। আহত ব্যক্তি পাকান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেশটির পাকান্ত অঞ্চলে খনি দুর্ঘটনা সাধারণ বিষয়ে দাঁড়িয়েছে এবং অধিকাংশ হতাহতের ঘটনা ভূমিধসের ফলে ঘটে থাকে।