December 4, 2023, 6:40 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

মাশরাফিকে ক্রিকেট বিশ্বে সম্মান করে সবাই: ম্যাককালাম

মাশরাফিকে ক্রিকেট বিশ্বে সম্মান করে সবাই: ম্যাককালাম

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে দুজন পরস্পরের মুখোমুখি হয়েছেন অনেকবার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুজনকে মিলিয়ে দিল দারুণভাবে। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা যখন প্রথমবার খেলতে যান আইপিএলে, তার অধিনায়ক ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এবার ম্যাককালাম প্রথমবার খেলতে এলেন বিপিএল, তার অধিনায়ক মাশরাফি!

অধিনায়ক হিসেবে ম্যাককালামের অভিজ্ঞতা সেবার খুব সুখকর ছিল না। পরে জাতীয় দলের অধিনায়ক হিসেবে সাড়া জাগিয়েছেন দারুণভাবে। তার আক্রমণাত্মক ও অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব কুড়িয়েছে প্রশংসা।

সেই ২০০৯ সালে মাশরাফিরও নেতৃত্বের একটি অধ্যায়ের শুরু। স্বাদ পেয়েছিলেন প্রথমবার দেশকে নেতৃত্ব দেওয়ার। তবে ইনজুরির থাবায় সেটির আস্বাদন হয়নি খুব দীর্ঘ। তবে পরে ঠিকই অধিনায়ক হিসেবে নিজেকে আলাদা উচ্চতায় তুলে নিয়েছেন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে।

দুজন একই ঘরানার অধিনায়ক। তবে আপাতত ম্যাককালাম শুধু সাধারণ সৈনিক, তার সেনাপতি মাশরাফি। লড়াইয়ে নামার আগে সেনাপতির শৌর্য্য নিয়ে সৈনিকের কণ্ঠে ফুটে উঠল রোমাঞ্চ।

“আমরা একসঙ্গে খেলেছি কলকাতা নাইট রাইডার্সে। ওর সঙ্গে আমার সম্পর্ক দারুণ। গতকাল মাঠে এসে ওকে দেখে খুব ভালো লেগেছে। মধ্য তিরিশেও দারুণ ফিট। অনেক কিছু অর্জন করেছে ক্যারিয়ারে। শুধু এখানে নয়, পুরো ক্রিকেট বিশ্বেই ওকে সম্মান করে সবাই। ওর নেতৃত্বে খেলতে আমি সত্যিই মুখিয়ে আছি।”

ম্যাককালাম যেমন আছে মুখিয়ে, তেমনি মাশরাফিও তাকিয়ে ম্যাকালামদের দিকে। এবারের বিপিএলে শুরুটা খুব ভালো হয়নি রংপুরের। প্রথম ম্যাচ জেতার পর হার পরের দুটিতে। তবে পরের ম্যাচের আগে তাদের শক্তি বেড়ে গেছে অনেক গুণে। ম্যাককালামের পাশাপাশি যোগ দিয়েছেন ক্রিস গেইল। এসেছেন আরেক আক্রমণাত্মক লঙ্কান ব্যাটসম্যান কুসল পেরেরা।

শুরুটা ভালো না হওয়ায় তাই খুব একটা ভাবিত নন ম্যাককালাম। সাবেক নিউ জিল্যান্ড অধিনায়কের আশা, রংপুর ঘুরে দাঁড়াবে দারুণভাবে।

“তিন ম্যাচে মাত্র একটিতে জিতেছি আমরা। তবে এটি অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা স্থির থাকি, আতঙ্কিত না হই। আমাদের সাপোর্ট স্টাফ খুবই স্থির, অধিনায়কও ঠা-া মেজাজের। আমাদের দলটাও দারুণ।”

“আমি নিশ্চিত, পরস্পরের সঙ্গে যখন মানিয়ে নেব আমরা, তখন আমরা ভালো করব। অবশ্যই এই টুর্নামেন্টে আরও অনেক ভালো দল আছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা ভালো খেলি।”

ম্যাককালাম-গেইল এবার প্রথম ম্যাচ খেলতে নামবেন শনিবার, তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর