September 21, 2023, 9:04 pm

সংবাদ শিরোনাম
রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে যুবলীগ নেতার গন সংযোগ ও লিফলেট বিতরণ ভোলায় ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ আটক ০১ মহেশপুর দত্তনগর কৃষি খামারের ৮ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা ভূমি কর্মকর্তার বদলিত শুনে ‘সরকারি জাযগা দখল করে মার্কেট চালু। প্রাথমিক শিক্ষা পদকে রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী অফিসার নাহিদ তামান্না জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে

মাল্টায় সাংবাদিক হত্যা: তথ্য দিতে ১০ লাখ ইউরো পুরস্কার ঘোষণা

মাল্টায় সাংবাদিক হত্যা: তথ্য দিতে ১০ লাখ ইউরো পুরস্কার ঘোষণা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মাল্টার বিশিষ্ট সাংবাদিক ডাফনি কারুয়ানা গালিজা হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিতে ১০ লাখ ইউরো পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার। গত শনিবার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে পুরস্কারের কথা ঘোষণা করা হয় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। বিবৃতিতে সরকার বলেছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, এর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার। গত সোমবার এক গাড়ি বোমা হামলায় গালিজা নিহত হন। বোমায় তার গাড়িটিও চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর পথে তার গাড়িতে বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে। বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং উচ্চ-পর্যায়ের দুর্নীতির তীব্র সমালোচক গালিজার ব্লগ মাল্টায় বেশ জনপ্রিয় ছিল। তার সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জোসেফ মাসকটও। বিশেষভাবে মাসকট প্রায় প্রতিদিন তার সমালোচনার শিকার হতেন। বুধবার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে মাসকট জানান, তার সরকার সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পেতে ‘যথেষ্ট পরিমাণ’ পুরস্কার ঘোষণার কথা ভাবছে। যদিও পুরস্কারের পরিমাণ কত হবে তা তখন জানাননি তিনি।

পরদিন বৃহস্পতিবার গালিজার পরিবার জানায়, সরকারের পরিকল্পনার কথা তাদের জানানো হয়েছে কিন্তু এই প্রক্রিয়াকে সমর্থন করছেন না তারা।

গালিজার তিন ছেলে ম্যাথিউ, অ্যান্ড্রু ও পল বলেন, পরিবর্তন ছাড়া বিচারে আমাদের আগ্রহ নেই। এখন যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে তার বদলে যখন আমাদের মা যেসব বিষয় নিয়ে লড়াই করেছেন সেই রাজনৈতিক জবাবদিহিতা, সাধারণ জনগণের জন্য ন্যায় এবং উদার ও মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে তখনই সত্যিকারের বিচার কায়েম হবে।”

তারা প্রধানমন্ত্রী মাসকটের পদত্যাগও দাবি করেছেন। গালিজা যেসব দুর্নীতির অভিযোগ এনেছিলেন সেসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় পুলিশ কমিশনার ও অ্যাটর্নি জেনারেলকেও সরিয়ে দেওয়ার দাবি করেছেন তার সন্তানেরা। গালিজা হত্যার প্রতিবাদে ‘সিভিল সোসাইটি নেটওয়ার্ক’ব্যানারে বেশ কয়েকটি এনজিও গতকাল রোববার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর