December 4, 2023, 6:31 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

মার্কিন কনসার্টে হামলা : কর্তব্যরত না হয়েও নিহত কয়েকজন পুলিশ

মার্কিন কনসার্টে হামলা : কর্তব্যরত না হয়েও নিহত কয়েকজন পুলিশ

ডিটেকটিভ নিউজ ডেস্ক  


লাস ভেগাসের কনসার্টে হামলার সময় মার্কিন পুলিশের এমন ক’জন সদস্য নিহত হয়েছেন যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন না। কেন তারা সেখানে গিয়েছিলেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সংগীত আয়োজন উপভোগ করতেই তারা সেখানে গিয়ে থাকতে পারেন।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জো লম্বার্ডো জানান, কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। তবে ওই পুলিশ কর্মকর্তারা তখন কর্তব্যরত অবস্থায় ছিলেন না। তারা অফ ডিউটিতে ছিলেন। নিহত পুলিশ কর্মকর্তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ওই ঘটনায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনের অবস্থা গুরুতর আর অন্যজন সামান্য আহত হয়েছেন।
সংগীত উৎসবের অংশ হিসেবে লাস ভেগাস শহরে মান্দালয় বে হোটেলে কনসার্ট চলার সময় বন্দুকধারীর হামলা হয়। এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস পুলিশ জানায়, ৬৪ বছর বয়সী ওই হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। তিনি একাই হামলা চালিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাস্থলে ওই হামলাকারীকে হত্যার পর আর কোনও ঝুঁকির আশঙ্কা করছে না পুলিশ। তারা জানিয়েছে, অন্য কেউ হামলার সঙ্গে জড়িত নয় বলেই আমাদের বিশ্বাস। পুলিশের ধারণা হামলাকারী কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গেও জড়িত নয়।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে গুলির শব্দ পাওয়া যায়। এরপরই আতঙ্কিত হয়ে লোকজন ছুটোছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টটি প্রায় শেষের দিকে ছিল। সংগীতশিল্পী জ্যাসন আলদিয়ান যখন সংগীত পরিবেশন করছিলেন তখনই গুলি শুরু হয়।
ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে লোকজনকে ছুটোছুটি করতে দেখা গেছে। কয়েকটি ভিডিও ক্লিপে গুলির শব্দও শোনা গেছে। লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, শত শত গুলি করা হয়েছে। লাস ভেগাসের ম্যাককারান বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়। এরইমধ্যে অভিযানে এক বন্দুকধারী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারীর সহযোগী ম্যারিলু ড্যানলির সন্ধানে অভিযান চালানো হচ্ছে। হামলাকারী মান্দালয় বে হোটেলের ৩৩ তলা থেকে গুলি চালিয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর