March 18, 2023, 5:41 pm

সংবাদ শিরোনাম
দীর্ঘ সেশনজটের কবলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ কলেজ ছাত্রীকে ধর্ষণ পুলিশ সদস্য গ্রেফতার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির তেলেছমাতি ৪৫০ কোটি টাকা টেন্ডার অনিয়ম নোম্যান্সল্যান্ডে আবারো কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের,বিজিবির বাঁধা মোংলা ইপিজেডে অগ্নিকাণ্ড এসকেভেটোর দিয়ে সরানো হচ্ছে পুড়া স্তুপ কুতুবদিয়ায় চট্টগ্রাম র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে জলদস্য প্রধান মোশারফসহ ২ জন আটক ৮ টি অস্ত্র উদ্ধার বেচেঁ থাকাই যেখানে সংগ্রাম শফিকুল সফুরা দম্পতির উলিপুরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের উপহার পেল শীতার্ত মানুষ রাজাপুরে জেলেদের মাঝে ছাগল বিতরণ

মধুপুরে আদিবাসী প্রতিবন্ধী ছাত্রীকে কম্পিউটার প্রদান

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাই্লের মধুপুরে আদিবাসী সম্প্রদায়ের শারিরিক প্রতিবন্ধী ছাত্রী উর্মি রেমাকে  কম্পিউার প্রদান করেন উপজেলার সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগন। মঙ্গলবার বিকেলে সুনামগন্জ গারোবাজার  পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে  মধুপুরের মহিষমারার গজারীচালা
 গ্রামের অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী উর্মী রেমার বাড়ীতে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া চালা গ্রামের গ্রাম প্রধান
  মিখায়েল রেমা। এসময় উপস্হিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি আঃ সাত্তার,প্রধান শিক্ষক মো. সোলায়মান সেলিম, সহকারী শিক্ষক আবুল হাছান, মাসুদা সুলতানা,খলিলুর রহমান, গোলাম মোস্তফা, বশির আহমেদ,সহ সকল শিক্ষক কর্মচারীগন ,জয়েনশাহী গজারীচালা সভাপতি লিও চিছাম,গজারীচালা উপপ্যারিশ সভাপতি প্রনয় চিছাম,উর্মির বাবা তিরাসন সাংমা,মা মেরিনা রেমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিবার সুত্রে জানা যায় উর্মি রেমা ২০১৪ সালে সুনামগন্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় হতে এস এস সি পাশ করে ময়মনসিংহ মিন্টু কলেজে ভর্তি হয়। সেখান থেকে কৃতিতৃের সহিত এইস  এস সি পাশ করে মানব সেবার ব্রত নিয়ে নার্সিংয়ে ভর্তি হন। লেখা পড়া চলাকালীন সময়ে হঠাৎ করেই প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে তার দুইপা অবশ হয়ে যায়। তখন থেকে তার আর লেখা পড়া করার সুযোগ হয়নি।সে বাড়ীতে হুইল চেয়ারে চলা ফেরা করেন সংবাদ পেয়ে  অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাকে দেখতে যায়। তার সার্বিক অবস্হা জেনে  বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কম্পিউটার প্রদানের জন্য উদ্যোগ গ্রহন করেন।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর