December 11, 2023, 3:20 pm

সংবাদ শিরোনাম
নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুড়িগ্রামে অভিনব কায়দায় ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধ পরিবারের মাঝে চেক প্রদান করলেন-ইউএনও কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে হানাদারমুক্ত দিবস পালন ভোলায় মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত ভারত থেকে আমদানি করা হলো ১৩৪৩ টন পেঁয়াজ

ভ্রমণে প্রশান্তি পেতে বরফের ঘর

ভারতের মানালিতে অবস্থিত বরফের ঘর দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। ভ্রমণপিপাসুরা মানালিতে এলে বরফের ঘর দেখেই মুগ্ধ হয়ে যান। কেননা প্রচণ্ড গরমেও এখানে প্রশান্তির ছোঁয়া পাওয়া যায়।

বরফের ঘরগুলো আধুনিক সাজে সজ্জিত। ঘরগুলোতে অনায়াসেই দু’জন থাকা যায়। ঘরগুলো বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা তার চেয়েও বেশি সুন্দর এবং আরামদায়ক। ঘরের এক রাতের ভাড়া ৪,৬০০ টাকা থেকে ৫,৬০০ টাকা।

ভারতের অন্য কোনো পর্যটন কেন্দ্রে এতো সুন্দর বরফের ঘর নেই। মানালিতে বরফের ঘরে থাকার পাশাপাশি স্নো-স্কেটিংয়ের আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা।

কীভাবে যাবেন
ঢাকা-বেনাপোল বাস ভাড়া নন এসি ৫শ’ টাকা। বর্ডার পাড় হয়ে অটোতে বনগাঁ স্টেশন ভাড়া ৩০ রুপি। ট্রেনের টিকিট শিয়ালদহ পর্যন্ত ১৫-২০ রুপি। শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস গিয়ে ফরেন কোটার টিকিট কাটবেন ভাড়া নন এসি স্লিপার ক্লাস ৬০০-৬৫০ রুপি। ট্রেনে দিল্লি স্টেশন নেমে পাশের মেট্রো ট্রেনে কাশ্মির গেট বাস টার্মিনাল ভাড়া ১৫-২০ রুপি। এবার দিল্লি-মানালি নন এসি বাসের টিকিট ৫৮৫ রুপি।

বিকল্প
রোথাং পাস বন্ধ হলে গাড়ি গুলাবা পর্যন্ত যাবে। টেক্সি ভাড়া ২২০০-২৫০০ রুপি। যদি সোলাং ভ্যালি অ্যাড করেন তাহলে আরো ৩০০ রুপি দিতে হবে। চাইলে প্রাড়াগ্লাডিং করতে পারেন। বাকিটা অটোতে ঘুরবেন।

মনে রাখবেন
হাতে সময় থাকলে কিছু সময় দিল্লি ঘুরে দেখতে পারেন। ব্যাগ রাখার জন্য কাশ্মির গেট টার্মিনালের নিচ তলায় লকার ভাড়া ৩০ রুপি। রেস্ট নিতে চাইলে টার্মিনালে শুয়ে পরুন। দ্বিতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত পরিষ্কার ফ্লোর রয়েছে। এছাড়া বাস মল রোডের পাশে নামালে আশেপাশে অনেক হোটেল পাবেন।

খাবার
মানালিতে খাবারের কষ্ট। তারা অনেক মসলা ব্যবহার করে। এখানে আসার আগে পিওর ভেজিটেরিয়ান হলে ভালো। কমখরচে খাওয়ার জন্য থালি বেস্ট ১০০-১৫০ রুপি।

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর