-
- সারাদেশে
- ভূমি কর্মকর্তার বদলিত শুনে ‘সরকারি জাযগা দখল করে মার্কেট চালু।
- আপডেট সময় September, 20, 2023, 10:14 pm
- 78 বার পড়া হয়েছে
সদ্য-বিদায়ী জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, তিনি কর্মস্থল হতে বদলী হওয়ার তিন দিনের মাথায় উপজেলা সদরের ঐতিহাসিক “বড় পুকুর পাড়ের” সরকারী খাস খতিয়ানের অন্তত কোটি টাকা মুল্যের জায়গার উপর গড়ে উঠা অবৈধ মার্কেট চালু করা হয়েছে । বিভিন্ন সময়ে প্রশাসনের বাধা-নিষেধ উপেক্ষা করে সরকারী খাস জায়গার উপর এই বাণিজ্যিক মার্কেট নির্মাণ করা হয়।
স্থানীয় সচেতন মহল সহ জনমনে একটি গুনজন রয়েছে এই মার্কেট নির্মাণ,অত:পর চালু সংক্রান্ত বিষয়ে বড় অংকের টাকা লেনদেন করা হয়েছে। তবে কার সাথে এই টাকার লেনদেন করা হয়েছে বা কারা এই অবৈধ কাজের সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায় নাই।
উপজেলা প্রশাসন দপ্তর থেকে মাত্র ৫শত গজ অভ্যন্তরে এই বাণিজ্যিক মার্কেট নির্মাণ বিষয়’টি একটু দৃষ্টিকুটুর মনে করা হচ্ছে।
উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন জনগণ মনে করছেন এতে করে উপজেলা প্রশাসনের ভূমিকা অনেকাংশে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিষয়’টি তদন্ত করে খতিয়ে দেখা প্রয়োজন।
এ জাতীয় আরো খবর