September 28, 2023, 2:31 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

ভিসা নিয়ে ভারতে এসে ব্যাংক ডাকাতি বাংলাদেশির

ভিসা নিয়ে ভারতে এসে ব্যাংক ডাকাতি বাংলাদেশির

এর আগে যতবার ভারতের কোনও অপরাধের সঙ্গে কোনও বাংলাদেশির নাম জড়িয়েছে, ততবারই সামনে এসেছে অনুপ্রবেশের অভিযোগ৷ তবে এবার বৈধ পথে ভারতে এসে ব্যাংক ডাকাতি করার অভিযোগে গ্রেফতার করা হল এক বাংলাদেশি নাগরিককে৷

দুর্গাপুজোর সময় মহানগরীর একটি ব্যাংকে ডাকাতি করার সময় সে ভারতের ভিসা নিয়ে পাসপোর্ট-সহ এসেছিল৷ তার পর বৈধ উপায়ে এ দেশ ছেড়েছিল৷ কিছুদিন পর আবার বৈধ অনুমতি নিয়ে ভারতে আসতে গিয়ে সে ধরা পড়ল৷ কারণ, তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল৷ তার ভিত্তিতেই ভারতে প্রবেশের সময় তাকে গ্রেফতার করা হয়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সফিকুল ইসলাম বাংলাদেশের খুলনার বাসিন্দা৷ গত মাসের শেষে সে বৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে৷ প্রথমে থাকতে শুরু করে মালদহে৷ সেখানে কয়েকটি ব্যাংকে ডাকাতির ছক কষে৷ কিন্তু তা সফল হয়নি৷ এর পর সেখান থেকে সফিকুল কলকাতায় চলে আসে৷ কলকাতায় এসে সে নিউ মার্কেটের একটি হোটেলে থাকতে শুরু করে৷ তার পর কলকাতার জওহরলাল নেহরু রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টার্গেট করে৷ ব্যাংকের আশপাশের রেকি করে৷ কোনদিক থেকে ব্যাংকে ঢুকলে কেউ টের পাবে না, সেটাও দেখে৷ এর পর আর ২৬ সেপ্টেম্বর রাতে জানলা কেটে ওই ব্যাংকে ঢোকে সে৷ তার পর প্রায় ১৮ ঘণ্টা ব্যাংকের মধ্যেই ছিল৷ ছুটি থাকায় তার কাজ করতেও সুবিধা হয়৷ ভল্ট ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়৷

পুলিশের দাবি, তার কাছে বৈধ ভিসা থাকায় কেউ আর সন্দেহ করেনি। সেই কারণেই সে আর ধরা পড়েনি৷ ৩০ সেপ্টেম্বর ব্যাংক খোলার পর বিষয়টি সামনে আসে৷ অভিযোগ দায়ের হয়৷ তদন্ত শুরু করে পুলিশ৷ পরীক্ষা করা হয় ব্যাংক ও তার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ৷ তা থেকেই পুলিশ জানতে পারে নিউ মার্কেটের কোন হোটেলে সে ছিল৷ সেখানে গিয়ে হোটেলের রেজিস্ট্রার চেক করে সফিকুলের হদিশ মেলে৷ আদালতের দ্বারস্থ হয়ে সফিকুলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করায় পুলিশ৷

রবিবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ফের ভারতে আসছিল সফিকুল৷ এবারও সে বৈধভাবে আসছিল৷ কিন্তু লুক আউট নোটিশ জারি থাকায় তাকে সনাক্ত করে বিএসএফ৷ তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ মঙ্গলবার ধৃতকে ব্যাংকশাল আদালতে তোলে পুলিশ৷ বিচারক ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে৷ পুলিশের ধারণা, আবার কোনও অপরাধের ছকেই সফিকুল ফের ভারতে আসছিল৷

সূত্র :

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর