ভান্ডারিয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ,ধর্ষক গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌর শহরের ২ নং ওয়ার্ডে গতকাল মঙ্গলবার সকালে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। থানা পুলিশ ধর্ষক ওলি আকন (৩৮) কে গ্রেফতার করেছে। ভুক্তভোগী এবং পুলিশ সূত্রে জানা গেছে, তাজেম আলী আকনের ছেলে ৩ সন্তানের বাবা ওলি আকন ওই শিশুটিকে ঘরে একাপেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে তার বাবাসহ প্রতিবেশীরা ছুটে এলে লম্পট ওলি আকন পালিয়ে যায়। পরে পুলিশ ধর্ষক ওলি আকন (৩৮) কে গ্রেফতার করে। লম্পট ওলি আকন মেয়েটির আপন খালু। এ ঘটনায় মেয়েটির বাবা (মো. আবুল কাজী) বাদী হয়ে লম্পট ওলি আকনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
ভান্ডারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।