September 23, 2023, 11:01 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বড়লেখায় পৃথক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

বড়লেখায় পৃথক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীবাজার বড়লেখা উপজেলায় পৃথক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ২৫ ডিসেম্বর দুপুরে পৌর শহরের গাজিটেকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিক সাদেক মিয়া (২৬) মৃত্যু হয়।  অপরদিকে, উপজেলার পাথারিয়া চা বাগানের লালমাটি টিলা এলাকায় দিপস গোয়ালা (২৫) নামে আরেক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- গত সোমবার পৌর শহরের গাজিটেকা মহল্লার নুর মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে কাজ করছিলেন ডেকোরেটর শ্রমিক সাদেক মিয়া। কাজের একপর্যায়ে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুস্পৃষ্ট হন। পরে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদেক মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাঝিশাইল গ্রামের উনু মিয়ার ছেলে। সাদেক মিয়া বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদ নগর গ্রামে বসবাস করতেন। এদিকে উপজেলার পাথারিয়া চা বাগানের শ্রমিক দিপস গোয়ালার (২৫) ঝুলন্ত লাশ বাড়ির পশ্চিম পাশে পাওয়া যায়। দিপস বাগানের উজ্জ্বল গোয়ালার ছেলে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাগানের লালমাটি টিলা এলাকার একটি শিরিষ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পরিবারের লোকজনের দাবি দিপস গোয়ালা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। বড়লেখা থানার উপ-পরিদর্শক অমিতাভ দাস তালুকদার বলেন- চা শ্রমিক দিপস মানসিক বিকারগ্রস্ত ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর