December 2, 2023, 8:47 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে অনাস্থার মুখে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে অনাস্থার মুখে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট নিয়ে ব্যর্থতায় নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। চলতি সপ্তাহেই হাউস অব কমন্সের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার বিলটি নবায়ন করতে হবে। কিন্তু কনজারভেটিভ পার্টির ৪০ জন এমপি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করতে পারেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, থেরেসা মে’র রাজনৈতিক দক্ষতা দিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারই দলের নেতারা। টরি এমপিরা তার বিপক্ষে গিয়ে লেবার নেতা জেরেমি করবিনকে সমর্থন দেওয়ার হুমকি দিয়েছে তারা। লেবার পার্টিসহ অন্যান্য বিরোধী দলগুলো জানায়, ব্রেক্সিট নবায়নের জন্য পর্যাপ্ত সমর্থন নেই থেরেসা মে’র। তার উপর আস্থা নেই জানিয়ে চিঠিও লিখতে চেয়েছেন ৪০ জন এমপি। সম্প্রতি প্রকাশিত একটি নোটে এই তথ্য জানা যায়। সেখানে আরও বলা হয়, ইইউ ব্রেক্সিট নিয়ে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। গতকাল সোমবার থেরেসা মে’কে চিঠি লিখেছেন লেবার পার্টির ব্রেক্সিট বিষয়ক ছায়ামন্ত্রী স্যার কির স্টার্মার। সেখানে তিনি বলেন, ব্রেক্সিট নিয়ে প্রক্রিয়া শুরু করার জন্য থেরেসা মে’র এখন নিজ দলেই পর্যাপ্ত প্রভাব নেই। গত জুনে আগাম নির্বাচনে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় থেরেসা মে’র কনজারভেটিভ পার্টি। এরপর থেকেই দলের কর্তৃত্ব নিয়ে চাপের মুখে তিনি। কেরমারের ওই চিঠিতে বলা হয়, ‘বিগত কয়েক সপ্তাহে এটা স্পষ্ট হয়ে গেছে যে ইউরোপের সঙ্গে চুক্তি করে আমাদের অর্থনীতি ও কর্মংসংস্থানের রক্ষা করা এখস আপনার পক্ষে সম্ভব নয়। ওই চিঠিতে জাতীয় স্বার্থে সরকারকে লেবার পার্টির সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। চলতি মাসে থেরেসা মে তার দুই মন্ত্রীকে হারিয়েছেন। যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়া প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন পদত্যাগে বাধ্য হয়েছেন। এর রেশ না কাটতেই ব্রিটিশ জনগণের করের অর্থ দেওয়ার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অভিযোগ ওঠে ত্রাণমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে। চলতি সপ্তাহে চাপের মুখে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনিও।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর