December 4, 2023, 5:17 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

ব্যাংককে ববি

ব্যাংককে ববি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা ববি। বর্তমানে ভারতের হায়দারাবাদে ‘বেপরোয়া’ ছবির কাজ করছেন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ও রাজা চন্দের পরিচালনায় বর্তমানে এ ছবির দ্বিতীয় ধাপের কাজ চলছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন রোশান। ছবিটির কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ববি। তিনি মুঠোফোনে বলেন, এ ছবির দৃশ্যধারণের কাজ প্রায় শেষের দিকে রয়েছে।

এরপর শুরু হবে আমার ও রোশানের গানের শুটিং। এ ছবির গানগুলো ব্যাংককে চিত্রায়ণ করবেন পরিচালক। আমরা আর কয়েকদিন পরই এ ছবির গানের শুটিংয়ে ব্যাংককে রওনা করব। আশা করি, এ ছবিটি দর্শক পছন্দ করবেন। এদিকে ববি আর কয়েকদিন পরই ‘নোলক’ নামে একটি নতুন ছবির কাজ শুরু করবেন। এ ছবিতে তার নায়ক থাকবেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন রাশেদ রাহা। খুব শিগগিরই এ ছবির কাজ হবে বলে জানিয়েছেন ববি। এ ছাড়া এই ঢালিউড অভিনেত্রীর প্রযোজনায় ও তার অভিনীত ‘বিজলি’ ছবিরও মুক্তির জন্য এখন প্রস্তুত রয়েছে। ছবিটি খুব শিগগিরই সেন্সরে জমা হবে। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। আর ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এ ছাড়া ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিরও কাজ শেষ হয়েছে। নতুন এ কাজটি নিয়েও বেশ আশাবাদী ববি। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। উল্লেখ্য, শোবিজে দীর্ঘদিন ধরে কাজ করছেন ববি। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ ছবি মাধ্যমে সিনে পর্দায় পথচলা শুরু তার। এরপর ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘ওয়ান ওয়ে’সহ বেশকিছু ছবিতে কাজ করে দর্শকপ্রিয়তা পান ববি। বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন তিনি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর