ভোলা প্রতিনিধিঃ
বোরহানউদ্দিনে গভীর রাতে অসৎ উদ্দেশ্যে এক গৃহবধূর ঘরে ডুকে জনতার হাতে ধরা পরার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার দেউলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৬ মে শুক্রবার দিনগত রাতে ঘটেছে।
জানাযায়, দেউলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌকিদার তোফায়েল একই এলাকার এক দিনমজুরের ঘরে প্রবেশ করে গৃহবধূকে অশালীন কথা বার্তা বলে এবং কু-প্রস্তাব দেয় এতে গৃহবধু রাজি না হলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে গৃহবধূ ডাকচিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসলে চৌকিদার তোফায়েল কোন উপায় অন্তর না পেয়ে ঘরের কারে উঠে।
পরে লোকজন তাকে টানাহেঁচড়া করে ঘরের কারের থেকে নামায় এসময় তার পড়নে কোন কাপড় চোপরও ছিলনা বলে জানান এলাকাবাসি।
জানাযায় গৃহবধূর স্বামী ঢাকায় দিনমজুরির কাজ করেন।
এঘটনায় জানাজানি হলে চৌকিদার তোফায়েল গা ডাকা দেয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।