December 10, 2023, 9:12 am

সংবাদ শিরোনাম
রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হলো রংপুরে মডেল মাল্টিপারপাস সমিতির সভাপতির পকেটে হতদরিদ্রদের সঞ্চয়ের টাকা ৮ কোটি, প্রাপ্তির আশায় গুড়ে বালি র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার গ্রেপ্তার ০১ জন ব্যাটারী চালিত ইজিবাইক মহানগর কমিটি অনুমোদন শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে ১৯ জনকে গ্রেফতার ঘূর্ণিঝড় মিগজাউমে ১৭ জনের প্রাণহানি এক টুকরো কাপড় ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, দেখার মতো কেউ নেই উজিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ উখিয়া রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন

বোরকা দিয়ে আগুন নিভিয়ে ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন মুসলিম নারী

বোরকা দিয়ে আগুন নিভিয়ে ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন মুসলিম নারী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

উপস্থিত বুদ্ধির জোরে জলন্ত ট্রাকের মধ্যে থেকে বের করে এক ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন সংযুক্ত আরব আমিরশাহির এক মুসলিম মহিলা। ঘটনায় প্রকাশ, হাসপাতালে বন্ধুকে দেখে বাড়ি ফিরছিলেন জওয়াহের সেফ আল কুমায়িতি নামে এক বছর বাইশের মহিলা।

পথে, রাস আল-খাইমা শহরের কাছে তিনি দেখেন দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে দুটি ট্রাকেই আগুন লেগে যায়। কুমায়িতির কানে আসে, একটি ট্রাক থেকে কেউ একজন চিৎকার করে বাঁচানোর আর্তি করছেন। সঙ্গে সঙ্গে সঙ্গী বন্ধুর পরনের জোব্বা নিয়ে তিনি ছুটে গিয়ে আগুন নিভিয়ে চালককে বের করে আনেন। পুলিশ জানিয়েছে, ওই চালকের নাম হরকিরিত সিং। কুমায়িতি বলেন, আমি গিয়ে দেখি, ওই চালক পড়ে রয়েছে। ওর গায়ে আগুন লেগে রয়েছে। ওর শরীরে কোনো কাপড় ছিল না। আমি জোব্বা দিয়ে তাঁকে ঢেকে দিই।

কুমায়িতি যোগ করেন, ওই চালক তাঁকে জানান, তিনি মরতে চান না। মহিলা তার সঙ্গে কথা বলে শান্ত হতে বলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, অ্যাম্বুলেন্স ও প্যারামেডিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ চালককেই হাসপাতালে নিয়ে যান। কুমায়িতি জানান, ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে পেরে তার ভালো লাগছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর