বেলকচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ে ২১ লাখ টাকার চেক বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ২১ লাখ টাকার চেক বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।
গত ২৮ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ হলরুমে ইউনিসেফ বাংলাদেশের আর্র্থীক সহযোহিতার ও বেলকুচি উপজেলা পরিষদের আয়োজনে বন্যায় ১০টি ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ে মোট ২১ লাখ টাকার চেক বিতরন করা হয়।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ১০টি প্রাথমিকক্ষতিগ্রস্থ্য প্রাথমিক বিদ্যালয়ে ২১ লাখ টাকার চেক বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ,প্রকৌশলী মাঈন উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, জাতিসংঘ শিশু তহবিলের রাজশাহী বিভাগীয় প্রোগ্রাম অফিসার রমা সাহা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।