December 4, 2023, 6:30 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

বান্দরবানের রুমায় অনুমোদন ছাড়াই পাথর উত্তোলন

বান্দরবানের রুমায় অনুমোদন ছাড়াই পাথর উত্তোলন

ডিটেকটিভ নিউজ ডেস্ক                 

 

 বান্দরবানের রুমা উপজেলায় প্রশানের নীরবতায় অনুমোদন ছাড়াই প্রভাবশালীরা পাথর উত্তোলন করছে। এলাকাবাসী তাদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। সরেজমিনের দেখা গেছে, রুমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রুমা খাল থেকে পাথর উত্তোলন করছেন রুমা বাজার কমিটি সভাপতি সোনা ব্যবসায়ী উজ্জ্বল ধর। আর এসব পাথর পরিবহনের জন্য অবৈধভাবে বুলডোজার দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করছেন তিনি। উজ্জ্বল ধর পাথর উত্তোলনের অনুমতি নেননি বলে স্বীকার করেছেন। তিনি বলেন, আমি একা না। আমার সঙ্গে ওই এলাকার বাসিন্দা জনি ও লুপ্রু মারমাসহ অনেকেই রয়েছেন। তবে জনি ও লুপ্রু মারমা তার এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তারা পাথর উত্তোলন কাজে কোনোভাবে জড়িত নন। উত্তোলনকাজ তদারক করছেন মো. ইমরান নামে এক পাথর বিক্রেতা। তিনি বলছেন, উন্নয়নের প্রয়োজনে অবৈধভাবে পাথরগুলো উত্তোলন করা হচ্ছে। বিভিন্ন উন্নয়নকাজে ব্যবহারের জন্য রুমা খাল থেকে ৪০ হাজার ঘনফুট পাথর উত্তোলন করা হবে। তাদের এই ঔদ্ধত্যে উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছে এলাকাবাসী। তাদের আশঙ্কা, এভাবে পাথর উত্তোলন করা হলে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে। দেখা দিতে পারে পানিসংকট। রোববার ওই এলাকায় পাথর উত্তোলন দেখতে গেলে পুনর্বাসনপাড়ার বাসিন্দা খ্যাইসামং মারমা অভিযোগ করেন, আমার জায়গা থেকে আমাকে না বলে উজ্জ্বল বাবু শ্রমিক লাগিয়ে পাথর তুলে নিয়ে যাচ্ছেন। আমি কোথায় গেলে বিচার পাব জানি না। রুমা খালের ক্যোওয়াইবওয়া পাড়া থেকে পুনর্বাসন পাড়া, ভাগ্যমনি পাড়াসহ বগামুখপাড়া পর্যন্ত পাঁচ-ছয় কিলোমিটার এলাকায় শতাধিক শ্রমিককে পাথর উত্তোলন করতে দেখা গেছে। কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা পাথরশ্রমিক বেলাল উদ্দিন বলেন, পাথর তুলে স্তূপ করে রাখা তার কাজ। প্রতি ঘনফুটে তিনি পান ১০ টাকা করে। তারা একদলে ১৭ জন শ্রমিক কাজ করছেন বলে তিনি জানান। আবুল কাশেম নামে আরেক শ্রমিক বলেন, তাদের দলে রয়েছেন ৫০ জন শ্রমিক। তারা সাত দিন ধরে পাথর উত্তোলন করছেন বলে জানান। পাথর উত্তোলনকারীরা ‘প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কিছু করতে পারছেন না বলে জানালেন কোলাদি মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) চিংসাঅং মারমা। রুমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈমং মারমা অভিযোগ বলেন, পাহাড়ের মানুষ ঝিরি-ঝরণা আর খালের পানি পান করে জীবন বাঁচায়। পাথর না থাকলে পানির সংকটে জীবন বিপন্ন হতে পারে। পাথর উত্তোলনের দ্রুত নীতিবাচক প্রভাব পড়ছে এখানে। আমরা উদ্বিগ্ন। কিন্তু কিছু করার নেই। উজ্জ্বল ধর প্রভাবশালী, স্বর্ণকার ও বাজার কমিটির সভাপতি। তাকে আবার সহযোগিতা করছেন চট্টগ্রামের সাতকানিয়া এলাকার ব্যবসায়ী মো. ইমরান, রুমার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল রাজ্জাকের ছোট ভাই আবদুল মাবুদ, চিংসাথোয়াই মারমা বিপ্লব প্রমুখ। তিনি পাথর উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে রুমা উপজেলা) মো. জাহাঙ্গীর আলম বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের কোনো সুযোগ নেই। পাথর উত্তোলনকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এর দুই দিন পরে গত বুধবার তিনি বলেন, ১৯ তারিখে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর