September 28, 2023, 12:58 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

বাগেরহাটে হরিণের মাংসসহ গ্রেফতার ২

বাগেরহাটে হরিণের মাংসসহ গ্রেফতার ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাগেরহাটের শরণখোলা থেকে নিষিদ্ধ ১০ কেজি হরিণের মাংসসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের উত্তর বকুলতলা গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এই ঘটনায় গতকাল শনিবার সকালে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের দলিল উদ্দিন তালুকদারের ছেলে জাফর তালুকদার (৫০) ও রায়েন্দা গ্রামের তৌহিদুল আলমের ছেলে শামছুল ইসলাম রিপন (৪৫)। এরমধ্যে জাফর তালুকদার সাউথখালি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শামছুল ইসলাম রিপন ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সভাপতি। দলের নেতা স্বীকার করে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল বলেন, হরিণ শিকার করে তারা জঘন্য অপরাধ করেছে। গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শরণখোলা থানার ওসি করিরুল ইসলাম দুপুরে এই প্রতিবেদককে বলেন, সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা হরিণের মাংস নিয়ে তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে শরণখোলা উপজেলার সদরে আসার গোপণ সংবাদ পেয়ে পুলিশ বকুলতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় ওই তিনজন পুলিশের উপস্থিতি টেরপেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুইজনকে ১০ কেজি হরিণের মাংসসহ ধরে ফেলে। অপরজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুজনই আওয়ামী লীগ নেতা। তারা সুন্দরবন থেকে একটি হরিণ শিকার করে তা জবাই করে বিক্রির জন্য উপজেলা সদরে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। তবে কোথায় বসে হরিণটি জবাই করা হয়েছে তা তারা স্বীকার করেনি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর