December 11, 2023, 8:54 pm

সংবাদ শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা কুটি মিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুড়িগ্রামে অভিনব কায়দায় ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধ পরিবারের মাঝে চেক প্রদান করলেন-ইউএনও

বাগাতিপাড়ায় ভারতীয় নাগরিক আটক; জেল হাজতে প্রেরণ

বাগাতিপাড়ায় ভারতীয় নাগরিক আটক; জেল হাজতে প্রেরণ

নাটোর জেলা সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়ায় এক ভারতীয় নাগরিককে আটকের পর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। উপজেলার ছাতিয়ানতলা বাজার এলাকা থেকে শনিবার (১৮ই নভেম্বর) রাতে আটকের পর রবিবার (১৯শে নভেম্বর) তাকে জেল হাজতে পাঠানো হয়।
বাগাতিপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রোস্তম আলী জানান, ছাতিয়ানতলা বাজারে ওই লোককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা শনিবার রোহিঙ্গা সন্দেহে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নেয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নাম যতেনদর দাস (২৫), তার বাবা শ্রী সিতারাম দাস এবং মা মফিয়া দেবী। তার বাড়ি ভারতের ভাগলপুর জেলার লদীপুর থানার কুস্তুল গ্রামে।
বিষয়টি নিশ্চিত হতে ভারতের বিএসপি এর সাথে যোগাযোগ করা হয়। এরপর বিএসপি সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে ঠিকানা নিশ্চিত হন। পরিবারের বরাত দিয়ে বিএসপি বাগাতিপাড়া থানা পুলিশকে জানায়, প্রায় বছরখানেক আগে দিল্লী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যতেনদর দাস আর ফিরে যাননি। তবে তার মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারতীয় ওই নাগরিকের কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ কোন কাগজপত্র না পাওয়ায় ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর