বরগুনায় ইয়াবাসহ যুবক আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ মাসুদ (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আট নম্বর সদর ইউনিয়নের বাঁশবুনিয়া স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। বরগুনা থানার ওসি মাসুদুজ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর ইউনিয়নের বাঁশবুনিয়া স্ট্যান্ড থেকে ২০ পিস ইয়াবাসহ মাসুদকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়্ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।