September 28, 2023, 12:47 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

ফ্রান্সের ভিসা পাননি তিশা

ফ্রান্সের ভিসা পাননি তিশা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম লেখানোর কথা ছিল এই অভিনেত্রীর। স্বপন আহমেদের ‘ভবঘুরে’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু যাত্রা পথের শুরুতেই থেমে যেতে হয় তাকে। এই ছবির শুটিং হবে ফ্রান্সে। কোনোভাবেই তানজিন তিশা ফ্রান্সের ভিসা পাননি।

ফলে প্রথম চলচ্চিত্র থেকে বাদ পড়লেন তিনি। তার পরিবর্তে এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। এদিকে ছোট পর্দার বৃত্তেই রয়ে গেলেন তিশা। এই প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আমি ভাগ্যে বিশ্বাসী। ছবিটি হয়তো আমার ভাগ্যে নেই। তাই করা হচ্ছে না। তবে পূর্ণিমা আপু চুক্তিবদ্ধ হওয়াতে আমি খুশি হয়েছি। ছবিটি মুক্তি পেলে আমি অবশ্যই সিনেমা হলে এটি দেখবো। গেল তিন মাস ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিশা। বিশেষ করে খ- নাটকে তার প্রতিদিনের ব্যস্ততা। এরইমধ্যে ’জলের তলে কার ছায়া’, ‘পথে হলো দেখা’, ‘ওই লাল টিপওয়ালী’, ‘মায়া ও ভালোবাসার রকম ফের’সহ বেশ কিছু খ- নাটকের কাজ শেষ করেছেন তিনি। খ- নাটকের বাইরে তিশা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ শিরোনামের একটি ধারাবাহিকে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি সম্পর্কে তিশা বলেন, সত্যি বলতে আমি ধারাবাহিকে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবে কাছের কয়েক জন মানুষের অনুরোধে এই ধারাবাহিকের কাজ করছি। আগামি ১২ তারিখে এই ধারাবাহিকের শুটিংয়ে আমি অংশগ্রহণ করবো। তবে ধারাবাহিকটির গল্প ও চরিত্র সম্পর্কে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর