September 28, 2023, 1:36 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

ফেইসবুক ভারতে জাতীয় ডেটাবেজে দেওয়া নাম চায়

ফেইসবুক ভারতে জাতীয় ডেটাবেজে দেওয়া নাম চায়

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

ভারতে নতুন এক ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। এর মাধ্যমে নতুন ব্ব্যহারকারীদেরকে তাদের ‘আধার অ্যাকাউন্টে’ দেওয়া তথ্যে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে নাম দিতে বলা হচ্ছে।

আধার হচ্ছে ১২ অংকের একটি অনন্য পরিচয়শনাক্তকারী নাম্বার। ভারতের সব অধিবাসীকে তাদের বায়োমেট্রিক তথ্যের উপর ভিত্তি করে জাতীয়ভাবে এই নাম্বার দেওয়া হয়।

সামাজিক মাধ্যমটি নতুন ব্যবহারকারীদেরকে তাদের আঁধার নাম্বার দিতে না বললেও, আঁধার ডেটাবেইসে ব্যবহার করা একই নাম ফেইসবুক অ্যাকাউন্টেও ব্যবহার করতে বলছে, খবর আইএএনএস-এর।

বুধবার ফেইসবুকের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “এটি একটি ছোট পরীক্ষা যেখানে মানুষ যখন সাইন আপ করছে তাদেরকে আমরা অন্যভাবে বোঝাতে চাচ্ছি যে তারা যদি তাদের আঁধার কার্ডে থাকা নাম ব্যবহার করে, তবে বন্ধুদের জন্য তাদেরকে চিনতে পারা সহজ হবে।”

বর্তমানে দেশটির মোবাইলে ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে একটি ছোট অংশ এই ফিচার দেখতে পাচ্ছেন। তবে, এই অপশনটি ব্যবহারকারীদের ঐচ্ছিক বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

এর মাধ্যমে এই প্রথমবারের মতো সামাজিক মাধ্যমটি ব্যবহারকারীদের আসল নাম ব্যবহারে উৎসাহিত করতে কোনো পদক্ষেপ নিলো।

ফেইসবুক বলেছে, “মানুষ যে নামে পরিচিত ফেইসবুকে যাতে সেই নামই ব্যবহার করতে পারে এবং আরও সহজে বন্ধু ও পরিবারের সঙ্গে যুক্ত হতে পারে তা আমরা নিশ্চিত করতে চাই।”

ভারতে ফেইসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২১ কোটি ৭০ লাখ। তাদের মধ্যে ২১ কোটি ২০ লাখই স্মার্টফোনে সক্রিয়।

সম্প্রতি ভারত সরকার তাদের নাগরিকদের আঁধার তথ্য তাদের ডিজিটাল জীবনের সঙ্গে যুক্ত করতে আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর