December 2, 2023, 9:48 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফিরছেন সুচরিতা

ফিরছেন সুচরিতা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলচ্চিত্রের গুণী অভিনেত্রী সুচরিতা। তার আসল নাম বেবী হেলেন। ১৯৬৯ সালে শিশুশিল্পী হিসেবে ‘বাবলু’ ছবিতে প্রথম অভিনয় করেন। বড় বোন বেবী রিটার হাত ধরে অভিনয়ে তার পথচলা শুরু। ১৯৭২ সালে আজিজুর রহমান পরিচালিত ‘স্বীকৃতি’ ছবিতে প্রথম নায়িকা হিসেবে কাজ করেন। এরপর ১৯৭৭ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত ‘জাদুর বাঁশি’ ছবিটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম এবং উজ্জলের সঙ্গে বেশ কিছু রোমান্টিক ছবিতে তার জুটি গড়ে ওঠে। সবশেষ মিনহাজ অভির ‘মেঘকন্যা’ ছবিতে অভিনয় করেন সুচরিতা। সেটাও এক বছর আগের কথা। অনেক দিন পর নতুন ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আমার মা আমার বেহেস্ত’ নামের ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবিতে আরও অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। আর ছবির কাহিনি লিখেছেন ছটকু আহমেদ। ছবিতে চিত্রনায়ক সাইমনের মার চরিত্রে অভিনয় করবেন সুচরিতা। গতকাল এমনটিই জানিয়েছেন ছবির পরিচালক বদিউল আলম খোকন। তিনি বলেন, এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সুচরিতা। তিনি একজন মেধাবী অভিনেত্রী। আর এরইমধ্যে সাইমনকে ছবিতে চুক্তিবদ্ধ করা হয়েছে। মাহিকে দু-একদিনের মধ্যে চুক্তিবদ্ধ করা হবে। ১১ই নভেম্বর থেকে ছবির কাজ শুরু করার ইচ্ছে রয়েছে। এদিকে দীর্ঘদিন পর সুচরিতা অভিনয় ফেরা প্রসঙ্গে বলেন, ভালো গল্পের পাশাপাশি ভালো চরিত্রের জন্য অপেক্ষায় থাকি আমি। কাহিনি শুনে ভালো লাগলো। এ ছবিটি দর্শকরা উপভোগ করবেন বলে আশা করছি। গল্প আর নিভর্রযোগ্য চরিত্র পেলে এখনও নিয়মিত কাজ করতে চান সুচরিতা। উল্লেখ্য, ‘জীবন নৌকা’, ‘জনি’, ‘রঙিন জরিনা সুন্দরী’, ‘ডাকু মনসুর’, ‘এখনো অনেক রাত’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘কথা দিলাম’, ‘সমাধি’, ‘ত্রাস’, ‘দ্য ফাদার’, ‘দোস্ত দুশমন’, ‘আপনজন’, ‘নাগরদোলা’, ‘বাল্যশিক্ষা’, ‘বদলা’, ‘রকি’, ‘মাস্তান’, ‘তাল বেতাল’, ‘জানোয়ার’, ‘আসামী’, ‘তুফান’, ‘নদের চাঁদ’, ‘ঘর-সংসার’, ‘সাক্ষী’, ‘আঁখি মিলন’, ‘দাঙ্গা’, ‘অস্তিত্ব’সহ আরও অনেক ছবিতে জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন এ অভিনেত্রী। প্রয়াত গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের নির্দেশনায় ‘হাঙ্গর নদী গ্রেনেড’ ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন সুচরিতা। ছবিটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও  পেয়েছিলেন এ অভিনেত্রী।

 

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর