সানজিম মিয়া, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ::
রংপুর জেলা প্রাথমিক শিক্ষার অবদানে অনুষ্ঠতব্য প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন গঙ্গাচড়া উপজেলার বন্ধু সূলভ ইউএনও নাহিদ তামান্না।
গত শনিবার ১৬ (সেপ্টেম্বর) জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিচারকদের রায়ে গঙ্গাচড়া উপজেলার ইউএনও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না ৩৩তম বিসিএস-এ চাকুরীতে যোগদান করেন ৭ আগস্ট ২০১৪ সালে এরপর তিনি গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান ১৫ ডিসেম্বর২০২২ সালে। যোগদানের পর থেকে তিনি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন ও ক্লাস নেন শিক্ষার্থীদের এবং তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবীদের নিয়েও কর্মশালা আরম্ভ করেন। এছাড়াও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের ব্যবসায়ীদের সাথে করেছেন বৈঠক। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অব্যবস্থাপনা, বিরুদ্ধে অভিযান অব্যাহতি রাখেন। তাছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছেন বলে জানা যায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার হার উন্নয়নের ব্যাপক ভূমিকা রেখেছে। এছাড়াও বিভিন্ন বিদ্যালয় ভিজিটের মাধ্যমে গতিশীল রেখেছে শিক্ষা ব্যবস্থাকে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখেন। তাছাড়াও মাল্টিমিডিয়া ক্লাস বাস্তবায়ন, বিভিন্ন জাতীয় দিবস গুলো যাথাযথ উদযাপনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেছে। ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে তার চিন্তা চেতনা ও দক্ষতা দিয়ে এই উপজেলার সকল সেক্টরকে আন্তরিকতার সহিত চালিয়েছে যাচ্ছেন।