প্রাথমিক-ইবতেদায়ী সমাপনীতে ৪৪৫ প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি
ডিটেকটিভ নিউজ ডেস্ক
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৭৪ হাজার ৫৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে; কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান ৪৪৫টি। গত বছর এ পরীক্ষায় ৯৩ হাজার ৬৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। আর সব শিক্ষার্থী ফেল করেছেল ৮১টি প্রতিষ্ঠান থেকে। এই হিসাবে এবার পঞ্চমের সমাপনীতে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৯ হাজার ১১৯টি। আর শতাভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩৬৪টি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গতকাল শনিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রাথমিক সমাপনীতে এবার ৯৫ দশমিক ১৮ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে ৬৬ হাজার ২২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে; আর ৩৬০টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। গত বছর প্রাথমিকে ৮৫ হাজার ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। আর ৫৫টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। অন্যদিকে ইবতেদায়ীতে এবার ৮ হাজার ৩৩২টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে; ৮৫টি মাদ্রাসায় কেউ পাস করতে পারেনি। গত বছর ইবতেদায়ীতে ৮ হাজার ৫৬৭টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে; ২৬টি মাদ্রাসায় কেউ পাস করতে পারেনি।