December 11, 2023, 9:01 pm

সংবাদ শিরোনাম
জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা কুটি মিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসছে দালালরা

প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসছে দালালরা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশে সরকার থাকা-খাওয়ার সুযোগ দিচ্ছে এমন প্রলোভন দেখিয়ে নৌকায় করে রোহিঙ্গাদের নিয়ে আসছে দালালরা। নৌকায় তোলার পর নির্যাতন করে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অর্থ।

এতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে রোহিঙ্গারা। বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ দিতে হচ্ছে অনেককে।

মিয়ানমারের বুচিদং এলাকার নুর বেগম। বৃহষ্পতিবার কক্সবাজারে নৌকা ডুবিতে ১৫ জন মারা গেলেও বেঁচে যান এই নারী। তিনি জানান, সেনা অভিযানের সময় আরও সাত আট হাজার রোহিঙ্গার সাথে পালিয়ে আশ্রয় নেন রাখাইনের একটি গ্রামে। বুধবার চার অপরিচিত লোক তাদের নৌকায় বাংলাদেশে পৌছে দেয়ার প্রস্তাব দেন।

এক নারী রোহিঙ্গা নূর বেগম জানান, মাঝি ডেকে ডেকে সবাইকে বলেছে দুই ঘণ্টা লাগবে তোমাদের শাহপরীর দ্বীপ নামিয়ে দিবো। দুইদিনের জন্য বর্ডার খুলে দিয়েছে পরে যাওয়া যাবে না। ওইপাড়ে দশ হাজার মানুষ আছে এপাড়ে আসার জন্য। আট দশটা নৌকা যায় সেখানে।

বৃহস্পতিবার ডুবে যাওয়া নৌকায় নূর বেগমের মতো প্রায় একশ যাত্রীকে ডেকে নিয়েছিল মাঝিরা। এদের অনেকেই হারিয়েছে স্বজন, অনেকে জানেন না নৌকায় থাকা পরিবারের সদস্যরা বেঁচে আছেন কিনা।

পুলিশ ভ্যানে থাকা রোহিঙ্গা শিশু জানান, নৌকায় তুলে সাগরের দিকে নিয়ে গেছে। যেখানে নামিয়ে দেয়ার কথা সেখানে নামায়নি। পরে নৌকা ডুবে গেলে আমার পরিবারের ছয় সাত জন মারা গেছে।

রোহিঙ্গারা জানান, পাড়ে না এনে মাঝ দরিয়ায় নিয়ে তাদের নির্যাতন করা হয়। স্থানীয়রা জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন এভাবে টাকা আদায় করে আসছে।

উদ্ধারকারীরা জানান, নৌকা ডুবির পর দুই মাঝিকে মোটরসাইকেলে এক ব্যক্তির সঙ্গে পালাতে দেখেছেন তারা।

মিয়ানমার থেকে যেসব দালাল রোহিঙ্গাদের নিয়ে আসছে তাদের একটি বড় অংশই টেকনাফের শাহপরীর দ্বীপের। এদের সাহায্য করে সেন্টমার্টিন, শাপলাপুর, মারিশবানিয়া, বাহারছড়া, বড় ডেইল, শীলখালী এলাকার কিছু মাঝি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর