কাজী ওহিদ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি::
মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেতত্রী শেখ হাসিনা এমপি”র ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় উপজেলার খান্দারপাড় ইউনিয়নের শিমুলতলা রানীমঞ্চে মুকসুদপুর রণাঙ্গনের অধিনায়ক”৭১ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিকের আয়োজন দোয়া মাহফিল,মিষ্টি বিতরণ এবং রাত ৮ টায় বাংলার ঐতিহ্য বাউল কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংগীত পরিবেশন করবেন ফোকগান-সাথী বিদেশী,লালন কন্যা-চন্দনা শিউলী, রহিমা পারভিন, বাউল- সুজন সরকার,বাউল কন্যা-পাপিয়া জামান সাথী, ছোট সান্ত সরকার ও স্থানীয় শিল্পীবৃন্দ।