September 23, 2023, 11:00 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের অনশন প্রত্যাহার

প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের অনশন প্রত্যাহার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশ্বাসের প্রেক্ষিতে টানা ছয়দিন আমরণ অনশনের পর তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ভাঙার ঘোষণা দেন তারা। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব জাতীয় প্রেসক্লাবে গিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানান। এরপরই আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় বলে জানান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী। এমপিওভুক্তির দাবিতে গত ৩১ জানুয়ারি (রোববার) থেকে প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচি শুরু করেন নন এমপিও শিক্ষকরা। এর আগে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানে গিয়ে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু তার আশ্বাসে ভরসা রাখতে পারেননি আন্দোলনরতরা। তাদের দাবি ছিল, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাস আসতে হবে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পাওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরে না যাওয়ার কথা জানান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো চলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আমরণ অনশনে তিনি এ কথা বলেন। গোলাম মাহমুদুন্নবী বলেন, ২০০২ সাল থেকে তিনি খুলনা আইডিয়াল কলেজে চাকরি করছেন। কিন্তু আজ পযর্ন্ত এমপিওভুক্ত না হওয়ায় তিনি কোনো আর্থিক সুবিধা পাননি। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। পড়ালেখা শেষ করে আলোকিত সমাজ গড়তে এজন্য কি শিক্ষক হয়েছিলাম। এভাবে আর কতোদিন চলবো আমরা। আমরা ভিক্ষা চাই না আমাদের অধিকার চাই। তিনি আরও বলেন, বর্তমানে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজার ২৪২টি। এসব প্রতিষ্ঠানে এক দশকেরও বেশি সময় থেকে বিনা বেতনে পাঠদান করছেন এমন শিক্ষকের সংখ্যা প্রায় ৭৫-৮০ হাজার। আমরণ অনশন চলাকালে ছয়দিনে ১১৪জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এরমধ্যে ঢাকা মেডিকেলে ১৬ জন শিক্ষক ভর্তি আছেন। এ ছাড়া সর্বশেষ ২০১০ সালে আওয়ামী লীগ সরকার এক হাজার ৬২৪টি বেসরকারি উচ্চবিদ্যালয় ও কলেজকে এমপিওভুক্ত করে। তহবিল সংকট দেখিয়ে তখন বেশ কিছু প্রতিষ্ঠানকে আর এমপিওভুক্ত করা হয়নি। বাদ পড়া শিক্ষকরা তখন থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কিন্তু তারা মানবেতর জীবনযাপন করলেও সরকার তাদের দিকে সুদৃষ্টি দিচ্ছে না। এদিকে, আমরণ অনশনের তৃতীয় দিনের মাথায় মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তখন এমপিওভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় নিজ থেকে তালিকাভুক্তির কাজ করতে পারে না। এজন্য মন্ত্রিসভার অনুমোদন লাগবে। এ ব্যাপারে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও আশ্বস্ত করেন। কিন্তু আন্দোলনকারীরা মন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর