September 21, 2023, 9:52 pm

সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সৎ চাচা কর্তৃক ভাতিজার হাত পায়ের রগ কর্তন,থানায় মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মুকসুদপুর দোয়া মাহফিল ও বাউল কনসার্টের আয়োজন বন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পার্বত্য বান্দরবানের  উন্নয়ন করতে হবে ৩ হাজার ৯৫০ টন  ইলিশ যাবে ভারতে মির্জাগঞ্জে ছাত্রলীগের দুই শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা উলিপুরে দত্ত মার্কেটে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক  রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে যুবলীগ নেতার গন সংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবাদী হয়ে উঠলেন অহনা

প্রতিবাদী হয়ে উঠলেন অহনা

 

ডিটেটিভ বিনোদন ডেস্ক

 

গ্রাম থেকে শহরে এসে অবাক বনে গেলেন অহনা। আধুনিকতার নামে শহুরে মেয়েদের বেহায়াপনা কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। সেই কারণে প্রতিবাদী হয়ে উঠলেন এই অভিনেত্রী। শহুরে মেয়েদের নানা অসঙ্গতিগুলোর প্রতিবাদ করছেন তিনি। পাঠক এটি অহনা অভিনীত একটি ধারাবাহিকের চরিত্র। আজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘রসের হাড়ি’।

টিপু আলমের গল্পে আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটিতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা, সাঈদ বাবু, ডা. এজাজ, মম মোর্শেদ, নাজিরা মৌ, অরিনা, সানজিদা তন্বি, আ.খ.ম হাসান ও সিদ্দিকুর রহমানসহ আরো অনেকে। নতুন বছরের শুরুতে এমন একটি চরিত্রে তাকে দেখা যাবে এই নিয়ে বেশ উচ্ছ্বসিত অহনা। এ প্রসঙ্গে তিনি বলেন, আধুনিকতার নামে আমরা এমন কিছু কাজ করি সেগুলো আমাদের সমাজ মেনে নেয় না। আমাদের সমাজের কিছু নিয়মনীতি রয়েছে। আমাদের সেগুলো মেনে চলা প্রয়োজন। হাস্যরসের মাধ্যমে সমাজের এই অসঙ্গতিগুলো নাটকে তুলে ধরা হয়েছে। এদিকে অহনা অভিনীত বিভিন্ন চ্যানেলে ‘সালিশ মানি তালগাছ আমার’, ‘কমেডি-৪২০’, ‘নোয়াশাল’সহ  কয়েকটি নাটক প্রচার হচ্ছে। প্রচার চলতি ধারাবাহিকগুলো থেকে বেশ সাড়া পাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। ২০১৭ সালের শুরুতে অহনা অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করেন। রাজধানীর উত্তরার ১৩ নাম্বার সেক্টরে রয়েছে তার বিউটি পার্লার ‘অহ-মি’। এরইমধ্যে সেবাদানকারীদের কাছ থেকেও বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। নতুন বছরে তার প্রতিষ্ঠানের পরিধি আরো বাড়াবেন বলেন জানান। এ ছাড়া নতুন বছরে বিউটি পার্লারের পাশাপাশি নতুন আরো একটি ব্যবসা শুরু করার পকিল্পনাও করছেন বলে জানান তিনি।

 

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর