September 26, 2023, 1:46 am

সংবাদ শিরোনাম
আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুয়াকাটায় ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পার্বতীপুরে ‘হুগলীপাড়া আর্দশ যুব সংঘে’র ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত  পানছড়িতে ভারতীয় পণ্য ও গাঁজাসহ চোরাচালান চক্রের ২ সদস্য আটক

প্রতারণার সাজা ১৩,০০০ বছর!

প্রতারণার সাজা ১৩,০০০ বছর!

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

একজন মানুষ ঠিক কত বছর বাঁচে! বড়জোর ১০০ বছর। অথচ থাইল্যান্ডে প্রতারণার দায়ে এক ব্যক্তিকে ১৩ হাজার ২৭৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পুদিত কিট্টিথরাদিলক নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় ৪০ হাজার মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করায় গত শুক্রবার তাঁর এই সাজা ঘোষণা করেন আদালত। তবে তিনি দোষ স্বীকার করায় আদালত সাজা অর্ধেক কমিয়ে ৬ হাজার ৬৩৭ বছর কারাভোগ করার নির্দেশ দেন।

প্রতিবেদনে বলা হয়, পুদিত অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে একটি স্কিমের আওতায় তাঁর প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে বলেছিলেন। প্রায় ৪০ হাজার মানুষ সেই ফাঁদে পা দিয়ে ১৬০ মিলিয়ন ডলারের বেশি অর্থ বিনিয়োগ করে। কিন্তু অতিরিক্ত মুনাফা না দিয়ে পুদিত সেই অর্থ আত্মসাৎ করে ফেলেন।

প্রতিবেদনে বলা হয়, আদালতে পুদিতের বিরুদ্ধে এ ধরনের ২ হাজার ৬৫৩টি প্রতারণার অভিযোগ আনা হয়। গত আগস্টে পুদিতকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্যাংককের রিমান্ড কারাগারে আছেন। তিনি জামিন নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

আদালতে কৌঁসুলি বলেন, পুদিত বিভিন্ন ধরনের সেমিনারে হাজির হয়ে কৌশলে মানুষকে তাঁর প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে প্রলুব্ধ করতেন। তিনি আবাসন, সৌন্দর্য, ব্যবহৃত গাড়ি ও রপ্তানি ব্যবসায় বিনিয়োগকারী অতিরিক্ত মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন। এ ছাড়া নতুন গ্রাহক নিয়ে আসলে আরও অতিরিক্ত অর্থ দেওয়ার কথাও জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, পুদিত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। আদালত তাঁর দুটি প্রতিষ্ঠানকে ২০ মিলিয়ন ডলার করে জরিমানা করেছেন। এ ছাড়া বছরে ৭ দশমিক ৫ শতাংশ হারে মুনাফাসহ ২ হাজার ৬৫৩ জন প্রতারিত গ্রাহককে ১৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে পুদিত ও তাঁর প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর