September 27, 2023, 9:14 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

পৃথিবীর সব থেকে কাছে চাঁদ

পৃথিবীর সব থেকে কাছে চাঁদ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

খ্রিস্টীয় বর্ষপঞ্জির বিশ্ববাসী দেখতে যাচ্ছে ‘সুপারমুন’খ্যাত বিরল দৃশ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, গতকাল সোমবার ১ জানুয়ারি চাঁদ চলে আসছে পৃথিবীর সবচেয়ে কাছে। স্বাভাবিক আকৃতির পূর্ণ চাঁদের চেয়ে এটিকে এদিন ৭ শতাংশ বড় দেখা যাবে। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে চাঁদটি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। চাঁদ পৃথিবীর সবথেকে কাছে চলে আসার দিনটিকে সুপারমুন আখ্যা দিয়েছে জ্যোতির্বিজ্ঞান। আন্তর্জাতিক মান সময় গতকাল সোমবার দিনগত রাত আড়াইটার দিকে এই সুপারমুন দেখা যাবে। এটি স্বাভাবিক পূর্ণ চাঁদের চেয়ে ৭ শতাংশ এবং মাইক্রোমুনের চেয়ে ১২-১৪ শতাংশ বড় হবে। ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোল ‘সুপারমুন’ কথাটির প্রবর্তন করেন। আমেরিকান আদি জনগোষ্ঠী একসময় একে ‘উলফ মুন’ বা ‘নেকড়ে চাঁদ’ নামে ডাকতেন। বছরের এই সময়ে ক্ষুধার্ত নেকড়েরা তাদের ক্যাম্পের বাইরে গর্জন করতো। বিজ্ঞানীরা বলছেন, ২০১৮ সালের এই ‘উলফ মুনটি’ও সুপারমুন। বিজ্ঞানীরা বলছেন, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়। এই সময় চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার বা ২ লাখ ২১ হাজার ৮২৪ মাইল দূরত্বে অবস্থান করবে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার।

 

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর