September 21, 2023, 8:40 pm

সংবাদ শিরোনাম
রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে যুবলীগ নেতার গন সংযোগ ও লিফলেট বিতরণ ভোলায় ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ আটক ০১ মহেশপুর দত্তনগর কৃষি খামারের ৮ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা ভূমি কর্মকর্তার বদলিত শুনে ‘সরকারি জাযগা দখল করে মার্কেট চালু। প্রাথমিক শিক্ষা পদকে রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী অফিসার নাহিদ তামান্না জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে

পুলিশের বাঁধার ছাড়াই বিএনপির মিছিল। বাধার মুখে সুনামগঞ্জে গণতন্ত্র হত্যা দিবস পালিত

পুলিশের বাঁধার ছাড়াই বিএনপির মিছিল। বাধার মুখে সুনামগঞ্জে গণতন্ত্র হত্যা দিবস পালিত
আব্দুস সামাদ আজাদ, সিলেট অফিস
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (৫জানুয়ারি) শুক্রবার সিলেটে কালো পতাকা মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিলেও শুক্রবার দলটির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করেছে র্নিবিঘ্নে।পূর্ব ঘোষনা অনুযায়ী শুক্রবার সকাল ১১টায় রেজিস্টার মাঠে কালো পতাকা নিয়ে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে অনুষ্টিত হয় সমাবেশ।জেলা বিএনপির সভাপতি আবুল কাহার চৌধুরির সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম,মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,সহ সভাপতি সালেহ আহমদ খছরু,সাধারন সম্পাদকবদরুজ্জামান সেলিম,জেলা শাখার সাধারন সম্পাদক আলী আহমদ,সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী,মহানগর শাখার যুগ্ন সাধারন সম্পাদক এমদাদ চৌধুরী প্রমুখ।সমাবেশ শেষে রেজিস্টার মাঠ থেকে বের করা হয় কালো পতাকা মিছিল।মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিলটি যখন কোর্টপয়েন্ট ও জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করে তখন সেখানে দাড়ানো ছিল পুলিশ কিন্তু কোথাও পুলিশ বাধা না দেওয়ায় স্বস্তিতে কর্মসুচি পালন করেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এদিখে সুনামগঞ্জে পুলিশের বাঁধার মুখে গণতন্ত্র হত্যা দিবস  কর্মসূচি পালন    করেছে জেলা বিএনপি। বেলা ১১ টায় শহরের পুরাতন বাসস্টেন্ড দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে  একটি বিশাল  বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় সমাবেশ করতে চাইলে পুলিশ কামারখালী এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যারিকেড দিয়ে বাঁধা দেয়। এ সময় পুলিশি বাঁধার কারণে উত্তেজনা দেখা দিলে নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। পরে এখানেই অবস্থান করে সমাবেশ করে বিএনপি। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড ফজলুল হক আছপিয়া, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, ৫ জানুয়ারির ভোটার বিহীন নির্বাচনে শতাধিক এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্রের কবর দেয়া হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানান সরকারের কাছে। এছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের উপর দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন সংগ্রাম করে জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর