September 23, 2023, 2:48 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পিতার কাঁধে সন্তানের লাশ!! এর চেয়ে ভারী আর কি হতে পারে

পিতার কাঁধে সন্তানের লাশ!! এর চেয়ে ভারী আর কি হতে পারে

‍পিডিনিউজ ডেস্ক

মোগল সম্রাট শাহজাহানকে প্রশ্ন করা হয়েছিল, দুনিয়ায় সবচেয়ে ভারী বস্তু কি? তার উত্তর ছিল- পিতার কাঁধে সন্তানের লাশ।

দুই ছেলে তাদের পিতার মাতার সাথে। শুধু স্মৃতি!

 

পিতার কাঁধে সন্তানের লাশ কত ভারী- প্রশ্নটা ফের একমাত্র পুত্রহারা হাফিজুর রহমান মকুল স্যারের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করেছি। জীবনের পড়ন্ত বেলায় সন্তানের লাশ কাঁধে হয়তো তিনিই বুঝেছেন তার ভার কতটা?

মা ও ছেলে

সন্তানের মৃতদেহ দেখতে একজন বাবার কাছে কেমন লাগতে পারে, তা কি আপনি-আমি অনুভব করতে পারবো? যে সন্তানকে পরম মমতায় কোলে পিঠে করে মানুষ করেছেন পিতা, প্রবল আদর যত্ন করে লালন-পালন করেছেন, সেই সন্তানের মরা মুখ যখন একজন পিতাকে দেখতে হয়, সেটা কতটা বেদনার হতে পারে, তা আপনি-আমি আন্দাজও করতে পারবো না।

মায়ের সাথে তাদের দুই সন্তান

যদিও ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন, তারপরও অত্যন্তু দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর জনবীমা, এরিয়া-০৩ এর ডেপুটি এরিয়া ইনচার্জ জনাব হাফিজুর রহমান মকুল স্যারের বড় ছেলে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ….. রাজেউন)। জানি উনার পরিবারের এ ক্ষতি পূরণ হবার নয়। তবুও আমরা সকলে তাঁর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে সবার কাছে তার জন্য দোয়া চাই যেন আল্লাহ তাকে জান্নাতবাসি করেন এবং উনার পরিবারকে এই শোকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন | আমিন|

পিতার সাথে দুই সন্তান

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর