আমজাদ হোসেন,পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বাইক দূর্ঘটনায় মোকাররম হোসেন নামের এক বিশিষ্ঠ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি ‘মোকারম মটরস ট্রেডার্স’এর মালিক সে পার্বতীপুর পৌরসভার বৃত্তিপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল গনি মিয়ার পুত্র। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ২১ সেপ্টেম্বর দুপুরে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, সে গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে মোটর বাইক যোগে বাড়ি ফেরার পথে ফুলবাড়ি -পার্বতীপুর উপজেলার মধ্যবর্তী স্থল কয়লা খনি সংলগ্ন এলাকার প্রধান সড়কে শেয়াল রাস্তা অতিক্রম করার সময় মটর সাইকেলের সাথে ধাক্কা লাগলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেসময় স্থানীয় লোকজন দেখা পেয়ে তাকে নিকটস্থ পার্বতীপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তার অবস্থা আশঙ্কা জনক মনে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।