September 27, 2023, 10:30 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

পানি ছিটানোর গাড়ি উদ্বোধন করলেন মেয়র সাঈদ খোকন

পানি ছিটানোর গাড়ি উদ্বোধন করলেন মেয়র সাঈদ খোকন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ধুলাবালি রোধ করে নগরবাসীকে সুস্থ রাখতে ঢাকা দক্ষিণ সিটিতে পানি ছিটানোর গাড়ি উদ্বোধন করেছেন মেয়র সাঈদ খোকন। এসময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন মিলেমিশে ঢাকাকে সুন্দর রাখার পাশাপাশি শহরের উন্নয়ন করতে চান বলে মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সড়কে শুষ্ক মৌসুমে ধুলা-বালি মুক্ত রাখতে পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের দক্ষিণ সিটি করপোরেশন অনেক বড়। এটাকে সুন্দর রাখতে কাজ করে যাচ্ছি। উত্তর সিটি করপোরেশন যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা সেটা দেবো। প্রয়োজন হলে আমরাও তাদের সহযোগিতা নেবো। আমরা মিলেমিশে এই শহরটাকে সুন্দর রাখতে চাই, উন্নয়ন করতে চাই। দুপুরে নগর ভবনে ৯টি পানির গাড়ির দিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ কিলোমিটার রাস্তায় প্রতিদিন পানি ছিটানোর এ কার্যক্রম উদ্বোধন করেন সাঈদ খোকন। এ সময় মেয়র আরও বলেন, শুষ্ক মৌসুমে রাস্তায় ধুলা-বালি কারণে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এটা বড় সমস্যা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শুস্ক মৌসুমে রাস্তায় পানি ছিটানোর। প্রতিদিন অফিস শুরু হওয়ার আগে সকাল ৬টা থেকে ৮টা এবং অফিস ছুটি হওয়ার আগে দুপুর ১টা থেকে বিকেল ৩টা- এই দু’বার সড়কে পানি ছিটানো হবে। মেয়র বলেন, প্রধান সড়কগুলোতে মোট ৫০ কিলোমিটার রাস্তায় পানি ছিটানো হবে। অলিগলির রাস্তায় পানির গাড়ি যাওয়া সম্ভব নয়, তাই প্রধান সড়কগুলোতে এ কার্যক্রম চলবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শুষ্ক মৌসুম শুরু হয় সাধারণত নভেম্বর থেকে, চলে মে পর্যন্ত। মে মাসের মাঝামাঝিতে বৃষ্টির মৌসুম শুরু হয়। এই শুস্ক মৌসুম পর্যন্ত পানি ছিটানোর কার্যক্রম চলবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর