September 23, 2023, 4:44 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের বিরুদ্ধে আরো ব্যবস্থা ২৪-৪৮ ঘণ্টায়: হোয়াইট হাউজ

পাকিস্তানের বিরুদ্ধে আরো ব্যবস্থা ২৪-৪৮ ঘণ্টায়: হোয়াইট হাউজ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

পাকিস্তানের বিরুদ্ধে আগামি ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আরো ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তান পূর্ণ সহযোগিতা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে দেশটির সামরিক খাতে ২৫ কোটি ৫০ লাখ ডলারের সাহায্য বন্ধ হওয়ার পরপরই স্যান্ডার্স একথা জানালেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান ‘দ্বিমুখী নীতি’ অবলম্বন করছে।

পাকিস্তানে সাহায্য বন্ধের পরিস্কার কারণ আছে জানিয়ে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, “কয়েক বছর ধরেই পাকিস্তান (সন্ত্রাস দমনে) দ্বিমুখী নীতি অবলম্বন করে আসছে। তারা একই সময়ে আমাদের সঙ্গে কাজ করছে, আবার আফগানিস্তানে আমাদের সেনাদের উপর হামলাকারী জঙ্গিদের আশ্রয়ও দিচ্ছে।

এরপরই স্যান্ডার্স বলেন, “বর্তমান মার্কিন প্রশাসন এ দ্বিমুখী নীতি মেনে নেবে না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা পাকিস্তানের কাছ থেকে আরো বেশি সহযোগিতা আশা করি।”

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, তারা (পাকিস্তান) সন্ত্রাস বন্ধে আরো বেশিকিছু করতে পারে। আর আমরাও চাই তারা তা করুক। এ বিষয়ে ইসলামাবাদকে চাপ দিতে হোয়াইট হাউজ সুনির্দিষ্ট আরও কিছু পদক্ষেপ নেবে জানিয়ে স্যান্ডার্স বলেছেন, আগামি ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা আসবে। আর কেবল পাকিস্তানই নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যেসব দেশ যুক্তরাষ্ট্রের জেরুজালেম সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছে তাদের বিরুদ্ধেও ওই একই সময়ের মধ্যে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর