December 2, 2023, 8:57 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পাওলিনিয়োর প্রশংসা করলেন বার্সা কোচ

পাওলিনিয়োর প্রশংসা করলেন বার্সা কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গেতাফের বিপক্ষে জয়সূচক গোল করা বার্সেলোনার নতুন মুখ পাওলিনিয়োর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এরনেস্তো ভালভেরদে। দলটির কোচের প্রশংসা পেয়েছেন বদলি অন্য দুই খেলোয়াড়ও।

গেতাফের মাঠে শনিবার লা লিগার ম্যাচে প্রথমে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে দেনিস সুয়ারেস সমতায় ফেরানোর পর ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে ব্রাজিলের পাওলিনিয়ো দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধে অতিথিদের খেলায় ছন্দের অভাব ছিল, শুরুর দিকে তো তাদের খুঁজেই পাওয়া যায়নি। এই সময়ে চোট পেয়ে মাঠ ছাড়েন উসমানে দেম্বেলে। বিরতির আগে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেননি লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা। উল্টো গোল খেয়ে পিছিয়ে পড়তে হয়।

ভালভেরদে বদলি হিসেবে নামান জেরার্দ দেউলোফেউ, দেনিস সুয়ারেস ও পাওলিনিয়োকে। তাদের নৈপুণ্যেই লিগে টানা চতুর্থ জয়টি পায় কাতালান ক্লাবটি।

“একজনের বিপরীতে একজনে নির্ভীক ছিলেন দেউলোফেউ। পাস দেওয়া এবং গোল করার ক্ষেত্রে ঠা-া মাথার ছিলেন দেনিস। নিজের ক্ষমতায় নিয়ে সফল ছিলেন পাওলোনিয়ো।”

“ব্যক্তিগত দিক থেকে গোল করাটা তাদের (সুয়ারেস ও পাওলোনিয়ো) জন্য গুরুত্বপূর্ণ। এটা তাদেরকে আত্মবিশ্বাস যোগাবে। এটা দলের গভীরতাও দেখিয়েছে যে, আমাদের অনেক খেলোয়াড় আছে যারা অবদান রাখতে পারে।”

ঠিক সময়ে উপযুক্ত খেলোয়াড় বদলি নামানোয় সাফল্য এসেছে বলে জয়ের কৃতিত্ব নিতে চান না ভালভেরদে।

“এমন অনেক সময় আসবে যখন আপনি খেলোয়াড় বদলাবেন কিন্তু কিছুই হবে না অথবা আপনি যা ভাববেন তা হবে না।”

“এই জয় আমাদের শক্তিশালী করেছে। কারণ সামনে এগোনো কঠিন ছিল। তারা আমাদের উপর বেশ চাপ তৈরি করেছিল এবং তাদের জন্য আতঙ্ক তৈরি করাটা কঠিন ছিল।”

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর